যাত্রীবেশে অটোরিকশা চালককে পরিকল্পিতভাবে হত্যা, পালালো দুর্বৃত্তরা

- আপডেট সময় : ০৭:৩১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দুর্বৃত্তরা এক তরুণ অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে। স্থানীয়রা ধাওয়া দিয়ে অটোরিকশাটি উদ্ধার করেন, তবে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনা ঘটে গতকাল বুধবার রাত নয়টার দিকে নারায়ণপুরের বাদামগাছতলা এলাকায়।
নিহত শাওন সরকার (১৮) ছিলেন উত্তর নলুয়া এলাকার ইকবাল সরকারের ছেলে। মা রোকসানা বেগমকে নিয়ে তিনি টিঅ্যান্ডটি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন এবং ভাড়া করা অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। কিছুদিন আগে তার বিবাহবিচ্ছেদ হয়েছে।
পরিবারের অভিযোগ, নারায়ণপুর ও উত্তর নলুয়া এলাকার কয়েকজন ব্যক্তি শাওনের সঙ্গে টাকার লেনদেন নিয়ে বিরোধে জড়িত ছিলেন। পূর্বে শাওনের সঙ্গে কথাকাটাকাটির সময় তারা তাকে দেখা নেওয়ার হুমকি দিয়েছিলেন।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রাত নয়টার দিকে শাওনের অটোরিকশায় কয়েকজন যাত্রীবেশে ওঠে। বাদামগাছতলা এলাকায় তাঁরা নেমে যাওয়ার কথা বলে অটোরিকশা থামায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে শাওনের মাথা, চোখ, মুখ ও শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কোপানো হয়। চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিলে তারা অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়।
শাওনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শাওনের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।