যান্ত্রিক ত্রুটির কারণে ১০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল, পরে আবার চালু

- আপডেট সময় : ০৭:১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে
আজ সোমবার সকালে যান্ত্রিক সমস্যার কারণে প্রায় ১০ মিনিটের জন্য মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি যান্ত্রিক ত্রুটিযুক্ত ট্রেনকে মতিঝিল স্টেশনে মেরামতের জন্য সরিয়ে নেওয়ার সময় এই ঘটনা ঘটে।
সকাল ১০টার দিকে হঠাৎ করেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এক যাত্রী জানান, তিনি সকাল ৯টা ৫৮ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ট্রেনে ওঠেন এবং তার ট্রেনটি প্রায় ১০ মিনিট ধরে দাঁড়িয়ে ছিল।
পরে ট্রেন চলাচল শুরু হলেও বেশ কিছু স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। এমনকি পল্লবী স্টেশনেও ট্রেনটি দুই মিনিটের জন্য থেমে ছিল, এরপর আবার চলাচল শুরু করে।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক মো. আহসানউল্লাহ শরিফী জানান, যান্ত্রিক সমস্যার কারণে একটি ট্রেনকে মতিঝিল স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছিল। মতিঝিল ও আগারগাঁওয়ের মতো স্টেশনে ত্রুটিপূর্ণ ট্রেন সরানোর সুবিধা রয়েছে। তিনি বলেন, এর জন্য সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়, যদিও এটি পুরোপুরি বন্ধ ছিল না, বরং গতি কিছুটা কমিয়ে দেওয়া হয়েছিল।