স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ সময় রোববার (২ জুন) সকাল সাড়ে ৬টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে আইসিসি টি-২০ বিশ্বকাপ মাঠে গড়িয়েছে। তবে আগামী ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।
এরপর গ্রুপ পর্বে একে একে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের মুখোমুখি হবে টাইগাররা। টাইগারদের উদ্বোধনী ম্যাচে পেসার তাসকিন আহমেদের খেলা নিয়ে শঙ্কা কাটেনি। ডালাসে পুরো দল বিশ্রামে কাটালেও, বোলিং অনুশীলন শুরু করেছেন এ ডানহাতি পেসার।
এখনো ফুল রান আপে বোলিংয়ে ফেরেননি তাসকিন। তবে শরিফুল যে প্রথম ম্যাচ মিস করবেন তা নিশ্চিত করেছেন দলের ফিজিও বায়েজিদ ইসলাম। এদিকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার ও নাজমুল ইসলাম অপু।
মঙ্গলবার (৫ জুন) রাতে নিজের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ওপেনার রনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশে যুক্তরাষ্ট্রের পতাকা ও একটি বিমানের ইমোজি জুড়ে দেন তিনি।
অপুর যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টিও জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। যদিও দুই জনের কেউই বিশ্বকাপ স্কোয়াড কিংবা রিজার্ভ স্কোয়াডে নেই। জাতীয় দল সংশ্লিষ্ট নয় কেবলই নিজেদের জন্য বিশ্বকাপের দেশে যাচ্ছেন তারা।