যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার কারখানায় বিস্ফোরণ।

- আপডেট সময় : ১২:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৫ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়েছে একটি কারখানা। স্থানীয় সময় শুক্রবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে হয় এ দুর্ঘটনা। বিস্ফোরণের পর বাধ্যতামূলক স্থানত্যাগের নির্দেশ জারি করা হয়েছে।
ঘটনাটি ঘটে রোসল্যান্ডে অবস্থিত স্মিটিস সাপ্লাই নামক একটি লুব্রিকেন্ট উৎপাদনকারী কারখানায়। বিস্ফোরণের পর বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। ঘটনার পরপরই কারখানার আশপাশের এলাকা এবং এক মাইলের মধ্যে বিস্তৃত একটি অঞ্চলের জন্য বাধ্যতামূলক স্থানত্যাগের নির্দেশ দেয়া হয়।
এলাকাটিতে একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় ছাত্রছাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানায় আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি।
কারখানাটিতে গাড়ির ইঞ্জিন তেলসহ বিভিন্ন প্রকার লুব্রিকেন্ট উৎপাদন ও সরবরাহ করে। কারখানায় প্রায় ৪০০ জন কর্মী কাজ করেন । বিস্ফোরণের কারণে হাইওয়ে সংযোগস্থল বন্ধ করে দেয়া হয়েছে।
লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এক বিবৃতিতে বলেন:
‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। স্থানীয় কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করুন। আমরা সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’