ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙামাটিতে ট্রাস্ট ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু বিএনপি নেতার স্ত্রীকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা ধর্ষণ মামলার অভিযুক্ত শিক্ষক বরখাস্ত হয়েও নিয়মিত বেতন পাচ্ছেন! আগামী ২১ ডিসেম্বর শুরু হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা ভালো থাকুক প্রিয় বাংলাদেশ, বললেন এমপি ব্যারিস্টার সুমন দিনাজপুরে সাপের কামড়ে পৃথক ঘটনায় তিন গৃহবধূর করুণ মৃত্যু পঞ্চগড়ে সাপের কামড়ে আহত নারী, জ্যান্ত গোখরা নিয়ে হাসপাতালে শিক্ষার্থীদের অবরোধ,সাতরাস্তায় যান চলাচল বন্ধ বরগুনায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আলোর মুখ দেখাচ্ছে ‘আরএসডিও’ শেরপুরে মাদক আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, এএসআইসহ আহত ৩

রংপুরে মর্মান্তিক ঘটনা,ছয় মাসের শিশুর গলাকাটা লাশ উদ্ধার, মা আটক

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট সময় : ১১:২৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের তারাগঞ্জে ছয় মাস বয়সী শিশু কন্যা জুহি রানীকে হত্যা করার অভিযোগে তার মা তুলসি রানী (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া তুলসি রানী ওই এলাকার বাবু লাল রায়ের স্ত্রী।

তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) জানান, সকালে নিজ ঘরে তুলসি রানী রান্নার কাজে ব্যবহৃত ধারালো ছুরি দিয়ে শিশু জুহি রানীর গলা কেটে হত্যা করেন। জরুরি সেবা নম্বর ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে তুলসি রানীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাবু লাল রায় বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

শিশুটির দাদি পাতানী বালা বলেন, “কিছুদিন ধরে আমার ছেলের বউ মানসিকভাবে অসুস্থ ছিল। আজ সকালে হঠাৎ নাতনিকে ছুরি দিয়ে হত্যা করে বাড়ির উঠানে ফেলে দেয়।”

অভিযুক্তের স্বামী বাবু লাল রায় জানান, “আমার স্ত্রী মানসিক রোগে ভুগছিল। মেয়ে হত্যার পর আমাকে বলে, তোর বাচ্চাকে আমি মানুষ করতে পারব না। রান্না-ঘর সামলাতে পারি না, অন্য মেয়েরও যত্ন নিতে পারি না।”

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুলসি রানী শিশুকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। প্রমাণ মিলেছে তিনি মানসিক রোগে আক্রান্ত। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রংপুরে মর্মান্তিক ঘটনা,ছয় মাসের শিশুর গলাকাটা লাশ উদ্ধার, মা আটক

আপডেট সময় : ১১:২৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের তারাগঞ্জে ছয় মাস বয়সী শিশু কন্যা জুহি রানীকে হত্যা করার অভিযোগে তার মা তুলসি রানী (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া তুলসি রানী ওই এলাকার বাবু লাল রায়ের স্ত্রী।

তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) জানান, সকালে নিজ ঘরে তুলসি রানী রান্নার কাজে ব্যবহৃত ধারালো ছুরি দিয়ে শিশু জুহি রানীর গলা কেটে হত্যা করেন। জরুরি সেবা নম্বর ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে তুলসি রানীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাবু লাল রায় বাদী হয়ে স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

শিশুটির দাদি পাতানী বালা বলেন, “কিছুদিন ধরে আমার ছেলের বউ মানসিকভাবে অসুস্থ ছিল। আজ সকালে হঠাৎ নাতনিকে ছুরি দিয়ে হত্যা করে বাড়ির উঠানে ফেলে দেয়।”

অভিযুক্তের স্বামী বাবু লাল রায় জানান, “আমার স্ত্রী মানসিক রোগে ভুগছিল। মেয়ে হত্যার পর আমাকে বলে, তোর বাচ্চাকে আমি মানুষ করতে পারব না। রান্না-ঘর সামলাতে পারি না, অন্য মেয়েরও যত্ন নিতে পারি না।”

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুলসি রানী শিশুকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। প্রমাণ মিলেছে তিনি মানসিক রোগে আক্রান্ত। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।