ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ার হত্যা মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল ৭৩ পর্যবেক্ষক সংস্থার অনুমোদন, ঠিকানায় অস্তিত্ব নেই অনেকের! প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান গৌরনদী ও আগলঝাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জহির উদ্দিন স্বপন! খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন আমিরাতে নতুন ভিসা নীতি: এআই বিশেষজ্ঞসহ চার ক্যাটাগরি চালু “পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত” — কায়সার কামাল শারদীয় পূজা ঘিরে গুজব কমেছে, কঠোর নজরদারিতে এনটিএমসি দোহায় হামলার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

রাকসু নির্বাচন: ব্যালট নম্বর বরাদ্দে বৈষম্যের অভিযোগ, সংস্কারের দাবি স্বতন্ত্র প্রার্থীদের

  • আপডেট সময় : ০৯:৫১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ২২ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেলভিত্তিক ব্যালট নম্বর বরাদ্দকে ‘বৈষম্যমূলক’ বলে দাবি করেছেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। তাঁদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলের প্যানেলগুলো সুবিধা পাচ্ছে, আর স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন বঞ্চিত।

আজ বুধবার সকাল ১১টার দিকে শেরে বাংলা ফজলুল হক হলের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী কাউসার হাসান, সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী আরমান হোসাইন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদপ্রার্থী আবদুল্লাহ ও শাহারিয়ার হাসান, কমনরুম সম্পাদক রাশিদুল ইসলাম এবং সহক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন।

প্রার্থীরা জানান, গতকাল মঙ্গলবার হলে ব্যালট নম্বর বরাদ্দের লটারি হয়। সেখানে ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেলকে ১ নম্বর ব্যালট দেওয়া হয়েছে লটারি ছাড়াই। এরপর ছাত্রদল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীর মধ্যে লটারি হয়, যেখানে ছাত্রদল পায় ২ নম্বর আর স্বতন্ত্র প্রার্থী কাউসার হাসান পান ৩ নম্বর।

স্বতন্ত্র প্রার্থীদের দাবি, প্রতিটি একক পদে আলাদা লটারি হওয়া উচিত। প্যানেল ধরে লটারি করাকে তাঁরা বৈষম্যমূলক বলে উল্লেখ করেন। তাঁদের মতে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগেই রাজনৈতিক দলের প্যানেলকে সুবিধা দেওয়া হচ্ছে।

স্বতন্ত্র ভিপি প্রার্থী কাউসার হাসান বলেন, “কমিশনের নীতিমালায় স্বতন্ত্র প্রার্থীরাই ভুক্তভোগী হচ্ছেন। এভাবে ব্যালট নম্বর বরাদ্দ বৈষম্যমূলক। আমরা এর সংস্কার চাই।”

অভিযোগের জবাবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এবং কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. সেতাউর রহমান জানান, প্যানেলভিত্তিক নম্বর বরাদ্দের নীতিমালা অনেক আগে প্রকাশ করা হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের উদ্বেগের বিষয়ে তাঁরা আলোচনায় বসবেন বলে আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাকসু নির্বাচন: ব্যালট নম্বর বরাদ্দে বৈষম্যের অভিযোগ, সংস্কারের দাবি স্বতন্ত্র প্রার্থীদের

আপডেট সময় : ০৯:৫১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেলভিত্তিক ব্যালট নম্বর বরাদ্দকে ‘বৈষম্যমূলক’ বলে দাবি করেছেন কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। তাঁদের অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দলের প্যানেলগুলো সুবিধা পাচ্ছে, আর স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন বঞ্চিত।

আজ বুধবার সকাল ১১টার দিকে শেরে বাংলা ফজলুল হক হলের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী কাউসার হাসান, সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী আরমান হোসাইন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদপ্রার্থী আবদুল্লাহ ও শাহারিয়ার হাসান, কমনরুম সম্পাদক রাশিদুল ইসলাম এবং সহক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন।

প্রার্থীরা জানান, গতকাল মঙ্গলবার হলে ব্যালট নম্বর বরাদ্দের লটারি হয়। সেখানে ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেলকে ১ নম্বর ব্যালট দেওয়া হয়েছে লটারি ছাড়াই। এরপর ছাত্রদল ও স্বতন্ত্র ভিপি প্রার্থীর মধ্যে লটারি হয়, যেখানে ছাত্রদল পায় ২ নম্বর আর স্বতন্ত্র প্রার্থী কাউসার হাসান পান ৩ নম্বর।

স্বতন্ত্র প্রার্থীদের দাবি, প্রতিটি একক পদে আলাদা লটারি হওয়া উচিত। প্যানেল ধরে লটারি করাকে তাঁরা বৈষম্যমূলক বলে উল্লেখ করেন। তাঁদের মতে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগেই রাজনৈতিক দলের প্যানেলকে সুবিধা দেওয়া হচ্ছে।

স্বতন্ত্র ভিপি প্রার্থী কাউসার হাসান বলেন, “কমিশনের নীতিমালায় স্বতন্ত্র প্রার্থীরাই ভুক্তভোগী হচ্ছেন। এভাবে ব্যালট নম্বর বরাদ্দ বৈষম্যমূলক। আমরা এর সংস্কার চাই।”

অভিযোগের জবাবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এবং কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ ও প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. সেতাউর রহমান জানান, প্যানেলভিত্তিক নম্বর বরাদ্দের নীতিমালা অনেক আগে প্রকাশ করা হয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের উদ্বেগের বিষয়ে তাঁরা আলোচনায় বসবেন বলে আশ্বাস দেন।