রাজশাহীতে সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, আট সেনা সদস্য আহত।

- আপডেট সময় : ০৫:৪১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১২ বার পড়া হয়েছে
রাজশাহী,২৬ আগস্ট,মঙ্গলবার ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে ঘটেছে এক দুঃখজনক ঘটনা,যেখানে সেনাবাহিনীর একটি টহল গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে একটি ট্রাক।এই সংঘর্ষে টহল দলবদ্ধ গাড়িটি ও ট্রাক উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা খাদে পড়ে যায়,ফলে গাড়িতে থাকা ৮ জন সেনা আহত হয়।
আহতদের মধ্যে সিপাহী মো. জুয়েল রানাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে,অন্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন বলে পুলিশ কর্মকর্তা এস.পি. আতাউর রহমান জানিয়েছেন। তিনি আরও জানান, ট্রাকের চালক বর্তমানে সেনা হেফাজতে রয়েছে।
আপনার দেওয়া তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা যথাসম্ভব স্পষ্টভাবে তা উপস্থাপন করেছি।যদি কিছু পরিবর্তন বা সংযোজন চান যেমন আহতদের পরিচয়, চিকিৎসার বর্তমান অবস্থা, ঘটনার তদন্ত বা মামলা সংক্রান্ত তথ্য তাহলে আমি সাহায্য করতে প্রস্তুত আছি।
আর কোনো ফুটেজ,কনসাল্টেশন বা বিশেষ সম্বোধন যোগ করতে চাইলে জানাতে পারেন!
উল্লেখ্য: এই খবরের নির্ভরযোগ্যতা যাচাইয়ের জন্য আমি অনলাইন খবর-সংক্রান্ত কোনো উৎস খুঁজে পাইনি; তবে আপনি চাইলেও আমি আরও যাচাই করতে পারি—দয়া করে জানান!