রাবি হল সংসদ নির্বাচন: ৪২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

- আপডেট সময় : ০৮:০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হল সংসদ নির্বাচনে ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মোট ১৭টি হল (ছাত্রদের ১১টি এবং ছাত্রীদের ৬টি) রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রোকেয়া হল, জুলাই-৩৬ হল এবং রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কোনো প্রার্থী না থাকায় এই তিনটি পদ শূন্য থাকবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শূন্য পদগুলো বাদ দিয়েই হল সংসদগুলোর কার্যক্রম চলবে এবং পরবর্তীতে এই পদগুলো পূরণ করার কোনো সুযোগ নেই।
এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮,৯০৫ জন, যার মধ্যে ১১,৩০৫ জন নারী এবং ১৭,৫৯৬ জন পুরুষ ভোটার। কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট মিলিয়ে মোট ৩০০ জনেরও বেশি প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। শিক্ষার্থীদের জন্য মোট ৯৯০টি ভোট বুথ স্থাপন করা হবে, যেখানে তারা ছয়টি ভিন্ন ব্যালটে ভোট দিয়ে রাকসু, সিনেট ও হল সংসদের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।
এই লেখাটি তুমি তোমার পোর্টালে নির্দ্বিধায় ব্যবহার করতে পারো। এটি মূল খবরের তথ্যগুলো বজায় রেখে নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে।