শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে (বিআইজিএম) সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে সেখানে বিআইজিএম কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন সালেহউদ্দিন আহমেদ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালুর ব্যাপারে আশাবাদ জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এই পরমাণু প্রকল্পের প্রথম ইউনিট আগে চালু করাই এই মুহূর্তে সরকারের পরিকল্পনা। বাকি প্রকল্পের ব্যাপারেও আলোচনা চলছে।
তিনি বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন, তার সঙ্গে আলাপ হয়েছে। আমরা টেকনিক্যাল টিমের সঙ্গে বসবো। তাছাড়া সেখানে অসম্পূর্ণ কাজ রয়েছে, ট্রান্সমিশন লাইনের কাজ রয়েছে সেগুলোকে সম্পন্ন করতে হবে।