সংবাদ শিরোনাম ::
র্যাব এর অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

ধামইরহাট(নওগাঁ) সংবাদ দাতা
- আপডেট সময় : ০৯:৩৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাটে র্যাব এর বিশেষ অভিযানে কষ্টি পাথরের মূর্তিসহ ২ জনকে আটক ।
সোমবার (১৫ সেপ্টেম্বর)সন্ধ্যায় উপজেলার হরিতকীডাঙ্গা এলাকার রাস্তায় অভিযান চালিয়ে ২৫ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা এ সময় উপজেলার জয়জয়পুর গ্রামের মৃত ছয়ফদ্দিন মন্ডলের ছেলে মাহমুদুল ইসলাম (৪৫) ও দুর্গাপুর গ্রামের ময়েন উদ্দিনেরও ছেলে তরিকুল ইসলাম (৩৮) নামের দুজনকে আটক করা হয়।
র্যাব জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল মূর্তিসহ তাদের দুজনকে আটক করেন। তারা দীর্ঘদিন থেকে মূর্তি ক্রয় বিক্রয় এর সঙ্গে জড়িত ছিলেন। কষ্টি পাথরের মূর্তিটি সহ দু’জনকে থানায় হস্তান্ত করা হয়েছে। The special power Act,1974 আইনে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।