শারদীয় পূজা ঘিরে গুজব কমেছে, কঠোর নজরদারিতে এনটিএমসি
- আপডেট সময় : ০৯:১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
এবারের শারদীয় দুর্গাপূজা ঘিরে গুজবের পরিমাণ গতবারের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এনটিএমসিতে শারদীয় সুরক্ষা অ্যাপ ব্যবহারের ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এনটিএমসি মহাপরিচালক বলেন, দেশের ভেতর কিংবা বাইরে থেকে একটি পক্ষ অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে। তবে প্রতিটি গুজব ঘটনার ফ্যাক্ট চেক করা হচ্ছে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দেশের সব পূজামণ্ডপকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। ফেসবুক ও ইউটিউবে গুজব ছড়ানোর চেষ্টা হলে তা প্রতিরোধে বিশেষ টিম কাজ করছে। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমও কঠোরভাবে নজরদারিতে রয়েছে।
আব্দুল কাইয়ুম মোল্লা বলেন, “এবার পূজা ঘিরে গুজব তৈরি করে কেউ সুবিধা নিতে পারছে না। কারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেটা দেশের মানুষ জানে।”