শাহজাদপুরে মিল্কভিটায় দুধের দাম না বাড়ালে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি।

- আপডেট সময় : ০৬:১৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ২০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশের সর্ববৃহৎ সমবায় ভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিঃ মিল্কভিটা খামারীরা জানিয়েছেন, তাদের উৎপাদিত দুধের দাম প্রতি লিটারে ১০ টাকা বৃদ্ধি না করলে পুরোপুরি দুধ সরবরাহ বন্ধের ঘোষণা দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাঘাবাড়ি মিল্কভিটার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে প্রাথমিক সমবায় সমিতির নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি দেন।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করেন, “বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিস্টদের প্রভাব মিল্কভিটায় এখনও রয়েছে। কর্মকর্তাদের বেতন-ভাতা বৃদ্ধি করা হলেও প্রাথমিক সমবায়ীদের দুধের দাম ৪৫–৫০ টাকা প্রতিলিটারেই সীমাবদ্ধ রাখা হচ্ছে। অথচ মিল্কভিটা একই দুধ ১০০ টাকায় বিক্রি করছে।”
ক্রমবর্ধমান গোখাদ্যের খরচের কারণে দুধ উৎপাদনে খরচ বাড়ছে। পাশাপাশি প্রান্তিক খামারিদের দুধের দাম থেকে প্রতিলিটারে ৬০ পয়সা গবাদীপশুর জাত উন্নয়ন ও চিকিৎসার জন্য কেটে রাখলেও খামারীরা এসব সুবিধা পাচ্ছেন না। মিল্কভিটার শেয়ার বাবদ প্রতিলিটারে ৪০ পয়সা কেটে রাখলেও কোট সার্টিফিকেট দেওয়া হচ্ছে না।
ফলস্বরূপ, সিরাজগঞ্জ-পাবনা মিল্কশেডের ২–২.৫ লাখ লিটার দুধের মধ্যে মিল্কভিটায় সরবরাহ হচ্ছে মাত্র ২০ হাজার লিটার। খামারীরা অভিযোগ করছেন, দুধ সরবরাহে আগ্রহ কমছে, যা মিল্কভিটাকে ধ্বংসের মুখে ফেলছে।
মানবন্ধনে ১০ দিনের আল্টিমেটাম দেওয়া হয়, প্রতি লিটার দুধের দাম ১০ টাকা বৃদ্ধি না করা হলে মিল্কভিটায় পুরোপুরি দুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
মানবন্ধনের পর প্রাথমিক সমবায় সমিতির সদস্যরা বাঘাবাড়ি বড়াল সেতুর উত্তর পাশে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বিক্ষোভ মিছিলও করেন।