শিবিরকে ভোট দিয়েছে ছাত্রলীগ’—আসাদুজ্জামান রিপনের অভিযোগ

- আপডেট সময় : ১১:১৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন দাবি করেছেন, ছাত্রলীগের সদস্যরা শিবিরকে ভোট দিয়েছে। তাঁর মতে, ছাত্রদলকে পরাজিত করতে ছাত্রলীগ পুরনো সম্পর্ক বজায় রেখেই শিবিরকে সমর্থন দিয়েছে।
গতকাল একটি টকশোতে অংশ নিয়ে রিপন বলেন,
‘যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ, তাদের অনেকের সঙ্গে শিবিরের পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। পুরনো সম্পর্কের কারণেই ছাত্রলীগের ভোট শিবিরের দিকে গেছে।’
তিনি আরও বলেন, শিবির একসময় ছাত্রলীগের পরিচয়ে বিভিন্ন পদে থেকেছে, শেখ মুজিবের ভাস্কর্যের সামনে ছবি তুলেছে এবং ছাত্রলীগ নেতাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। এ অভিযোগ সোশ্যাল মিডিয়ায় প্রমাণসহ ছড়িয়েছে, যা তারা অস্বীকার করতে পারেনি।
রিপনের দাবি, আওয়ামী লীগ বিএনপিকে প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করে বলেই শিবিরকে সমর্থন দিচ্ছে।
তিনি বলেন,
‘ছাত্রলীগের সঙ্গে শিবিরের একটা স্বাচ্ছন্দ্যের সম্পর্ক ছিল, দীর্ঘদিনের গুপ্ত সম্পর্ক। যেহেতু ছাত্রলীগের এখন সরাসরি ভোট দেওয়ার সুযোগ নেই, তারা শিবিরকে সাহায্য করছে। আর বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে আওয়ামী লীগই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তাই ছাত্রলীগ তাদের মুরুব্বীদের পরামর্শেই বিএনপির পথ কঠিন করে তুলতে শিবিরকে সমর্থন দিচ্ছে।’