ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ায় দুই হামলাকারী বাবা ও ছেলে, বলছে পুলিশ যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক গুলিবিদ্ধ হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ গভীর রাতে মেসি কেন কলকাতায়? সংকটাপন্ন ওসমান হাদি নিবিড় পর্যবেক্ষণে, ‘অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে’: ডা. তাসনিম জারা ওসমান হাদিকে নিয়ে যা বলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড নোয়াখালীর নতুন ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে পলাশের উৎসবমুখর প্রতিক্রিয়া ১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুক্রবার থেকে বন্ধ হতে যাচ্ছে মেট্রোরেলের যাত্রী সেবা

সংকটাপন্ন ওসমান হাদি নিবিড় পর্যবেক্ষণে, ‘অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে’: ডা. তাসনিম জারা

news desk
  • আপডেট সময় : ০৪:২৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি জানিয়েছেন, হাদির শরীরে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তার অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে, তবে তিনি নিবিড় পর্যবেক্ষণ-এ রয়েছেন এবং অবস্থা সংকটাপন্ন।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এর সামনে এক প্রেস ব্রিফিংয়ে ডা. তাসনিম জারা বলেন, “ওসমান হাদির অর্গান কাজ করছে। একটা অপারেশন হয়েছে। আশা করি আর অপারেশন করা লাগবে না। হাসপাতালের বোর্ড বিস্তারিত জানাবেন।”

তিনি এ সময় সবাইকে হাসপাতালে ভিড় না করার জন্য আহ্বান জানান।

গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাসনিম জারা বলেন, “জুলাইয়ের যারা সম্মুখ সারিতে ছিলেন, তাদের হুমকি দেওয়া হচ্ছে। আজকের ঘটনায় প্রশাসনকে দায়ভার নিতে হবে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি, এটাও প্রশাসনের ব্যর্থতা। তাদেরকেই এর জবাবদিহিতা করতে হবে।”

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংকটাপন্ন ওসমান হাদি নিবিড় পর্যবেক্ষণে, ‘অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে’: ডা. তাসনিম জারা

আপডেট সময় : ০৪:২৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা-৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি জানিয়েছেন, হাদির শরীরে একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তার অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে, তবে তিনি নিবিড় পর্যবেক্ষণ-এ রয়েছেন এবং অবস্থা সংকটাপন্ন।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এর সামনে এক প্রেস ব্রিফিংয়ে ডা. তাসনিম জারা বলেন, “ওসমান হাদির অর্গান কাজ করছে। একটা অপারেশন হয়েছে। আশা করি আর অপারেশন করা লাগবে না। হাসপাতালের বোর্ড বিস্তারিত জানাবেন।”

তিনি এ সময় সবাইকে হাসপাতালে ভিড় না করার জন্য আহ্বান জানান।

গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাসনিম জারা বলেন, “জুলাইয়ের যারা সম্মুখ সারিতে ছিলেন, তাদের হুমকি দেওয়া হচ্ছে। আজকের ঘটনায় প্রশাসনকে দায়ভার নিতে হবে। এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি, এটাও প্রশাসনের ব্যর্থতা। তাদেরকেই এর জবাবদিহিতা করতে হবে।”

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।