ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে অবরোধ করেছে শিক্ষার্থীরা

মহাসড়ক অবরোধে ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ।

মোঃ জুবায়ের হাসান, শাহজাদপুর উপজেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০৮:৫১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ রোববার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে অবরোধ স্থায়ী রেখে তারা মহাসড়কে অবস্থান নেন এবং জোরালো স্লোগান দেন। অবরোধের কারণে মহাসড়কে শত শত বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে, যা যাত্রীদের জন্য ব্যাপক ভোগান্তির কারণ হয়।

শিক্ষার্থীরা জানায়, গত ২৬ জুলাই থেকে তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন, প্রতীকী ক্লাস, শিকল ভাঙার গানসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। তবে তাদের দাবি, ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন ও বাজেট পাসের বিষয়টি এখনও আটকে রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ৯ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবিত হয়েছিল। একাধিক সংশোধনের পর বর্তমানে প্রকল্প ব্যয় ৫১৯ কোটি ১৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের মার্চ থেকে ২০২৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা- এই পাঁচটি বিভাগে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের পাঠদানে আছেন ৩৪ জন শিক্ষক, ৫৪ জন কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারী।

তবে এত বড় বিশ্ববিদ্যালয় সত্ত্বেও এখনও শহরের শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজ ও দুটি ভাড়া করা ভবনে কার্যক্রম পরিচালনা করছে। সীমিত পরিকাঠামো, স্থান সংকট ও পরিবেশগত সমস্যার কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

One thought on “মহাসড়ক অবরোধে ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে অবরোধ করেছে শিক্ষার্থীরা

মহাসড়ক অবরোধে ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ।

আপডেট সময় : ০৮:৫১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ রোববার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে অবরোধ স্থায়ী রেখে তারা মহাসড়কে অবস্থান নেন এবং জোরালো স্লোগান দেন। অবরোধের কারণে মহাসড়কে শত শত বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে, যা যাত্রীদের জন্য ব্যাপক ভোগান্তির কারণ হয়।

শিক্ষার্থীরা জানায়, গত ২৬ জুলাই থেকে তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে মানববন্ধন, প্রতীকী ক্লাস, শিকল ভাঙার গানসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। তবে তাদের দাবি, ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন ও বাজেট পাসের বিষয়টি এখনও আটকে রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ৯ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবিত হয়েছিল। একাধিক সংশোধনের পর বর্তমানে প্রকল্প ব্যয় ৫১৯ কোটি ১৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের মার্চ থেকে ২০২৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সংগীত ও ব্যবস্থাপনা- এই পাঁচটি বিভাগে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের পাঠদানে আছেন ৩৪ জন শিক্ষক, ৫৪ জন কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারী।

তবে এত বড় বিশ্ববিদ্যালয় সত্ত্বেও এখনও শহরের শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজ ও দুটি ভাড়া করা ভবনে কার্যক্রম পরিচালনা করছে। সীমিত পরিকাঠামো, স্থান সংকট ও পরিবেশগত সমস্যার কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।