মা-মেয়ে খুন
সম্পত্তি বিরোধে খাগড়াছড়িতে মা-মেয়ে হত্যা: পুলিশ গ্রেপ্তার করেছে মূল আসামি”

- আপডেট সময় : ০৯:৩৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ১১ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির রামগড় উপজেলায় জমি ও টাকার বিরোধকে কেন্দ্র করে মা ও মেয়েকে হত্যা করার ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে মূল আসামি সাইফুল ইসলামকে (৩৫)। নিহতরা হলেন আমেনা বেগম (বৃদ্ধা) ও তার মেয়ে রাহেনা বেগম। পুলিশ জানিয়েছে, সাইফুল দাদী ও ফুফুকে গলা কেটে হত্যা করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল এই তথ্য জানান। গত বৃহস্পতিবার রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকার বাড়ি থেকে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা ও পুলিশ ধারণা করেছিল, এটি পরিবারে জমিজমা নিয়ে বিরোধের কারণে ঘটে থাকতে পারে।
নিহত রাহেনা বেগমের ছেলে মো. হাসান ২২ আগস্ট রামগড় থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ বুধবার সাইফুলকে গ্রেপ্তার করে। সাইফুল আমেনা বেগমের বড় ছেলে মো. সাহাবুদ্দিনের ছেলে।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, হত্যার দিন সাইফুল তার দাদির কাছে টাকা চাওয়ার সময় দাদি ও ফুফুর সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে দাদির ঘরে শুয়ে তিনি হত্যার পরিকল্পনা করেন। সবাই ঘুমানোর পর প্রথমে ফুফুকে, তারপর দাদিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।
পুলিশের বরাত অনুযায়ী, সাইফুলের বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া থানায় ৪টি চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। হত্যার পর তিনি ফুফুর মোবাইল ফোন চুরি করে চট্টগ্রামের একটি বাজারে চারশ টাকায় বিক্রি করেন।