সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৪ শিশুসহ ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

- আপডেট সময় : ০৫:২৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে
:
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক ৪ শিশুসহ ১৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)-এর কাছে। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।
বিজিবির বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গত শনিবার দুপুরে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় বিএসএফ তাঁদের আটক করে। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার দিবাজ্যোতি ডলি ও বিজিবির তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকে তাঁদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন চার শিশু, পাঁচ নারী ও পাঁচ পুরুষ।
ফেরত আসা মিজানুর রহমান শেখ নামের এক ব্যক্তি জানান, তাঁরা জীবিকার সন্ধানে বিনা পাসপোর্টে ভারতে প্রবেশ করেছিলেন এবং দীর্ঘদিন সেখানে অবস্থান করছিলেন। সম্প্রতি পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার চেষ্টা করলে বিএসএফ তাঁদের আটক করে।
হস্তান্তরের পর রাতে তাঁদের সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসা হয়।