সিপিএলে বোলিং কোটা পূর্ণ করে পুরোনো ছন্দে সাকিব, পেলেন পাওয়ার প্লেতে উইকেট

- আপডেট সময় : ০৬:১৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ২০ বার পড়া হয়েছে
বল হাতে অনেকদিন পর পরিচিত ছন্দে ফিরলেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচে তিনি প্রথমবারের মতো পুরো বোলিং কোটা অর্থাৎ ৪ ওভার সম্পন্ন করেছেন। যদিও শেষ পর্যন্ত তাঁর দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস জয় পায়নি, তবু সাকিবের পারফরম্যান্সে ছিল আলাদা বিশেষত্ব।
সিপিএলে খেলা আগের পাঁচ ম্যাচে এক ইনিংসে সাকিব সর্বোচ্চ দুই ওভার বল করেছিলেন। বেশিরভাগ সময় ষষ্ঠ বা সপ্তম বোলার হিসেবে তাঁকে ব্যবহার করা হয়েছিল। কিন্তু এবার তাঁকে আস্থা রেখেই পূর্ণ বোলিং কোটা সম্পন্ন করানো হয়। ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
সবচেয়ে বড় প্রাপ্তি ছিল তাঁর পাওয়ার প্লেতে উইকেট শিকার। ইনিংসের শুরুতেই বোলিংয়ে এসে তিনি ফিরিয়ে দেন ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপেনার কলিন মানরোকে। পাওয়ার প্লেতে সাকিবের এই উইকেট অনেকটাই মনে করিয়ে দিয়েছে পুরোনো দিনের সাকিবকে, যখন নতুন বলে তিনি নিয়মিত আক্রমণ করতেন।
যদিও ম্যাচের ভাগ্য শেষে হাসেনি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের ওপর। দল হেরে গেলেও সাকিবের ফর্মে ফেরা দল ও ভক্তদের জন্য ইতিবাচক খবর।