ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ার হত্যা মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল ৭৩ পর্যবেক্ষক সংস্থার অনুমোদন, ঠিকানায় অস্তিত্ব নেই অনেকের! প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান গৌরনদী ও আগলঝাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জহির উদ্দিন স্বপন! খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন আমিরাতে নতুন ভিসা নীতি: এআই বিশেষজ্ঞসহ চার ক্যাটাগরি চালু “পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত” — কায়সার কামাল শারদীয় পূজা ঘিরে গুজব কমেছে, কঠোর নজরদারিতে এনটিএমসি দোহায় হামলার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা শুনানি শুরু

  • আপডেট সময় : ০৬:৪২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ২০১১ সালের রায় পুনর্বিবেচনার জন্য করা বিভিন্ন আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউ শুনানি মঙ্গলবার (২৬ আগস্ট) শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই শুনানি গ্রহণ করেন।

আবেদনের পটভূমি:
এর আগে ২১ আগস্ট আপিল বিভাগ আজকের দিনটি পুনর্বিবেচনার শুনানির জন্য নির্ধারণ করেছিল। ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করা হয় আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে। ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে ২০২৪ সালের অক্টোবর মাসে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আবেদন করেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার আইনগত ইতিহাস:
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করে ত্রয়োদশ সংশোধনী ১৯৯৬ সালে জাতীয় সংসদে গৃহীত হয়। সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ রিট খারিজ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে। এরপর ২০০৫ সালে আপিল করা হয়। এই আপিল মঞ্জুর করে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন।

পঞ্চদশ সংশোধনী ও গেজেট প্রকাশ:
বাতিল রায়ের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলোপসহ অন্যান্য বিষয় নিয়ে পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

সাম্প্রতিক আবেদনকারীরা:
৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন। অন্যরা হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৬ অক্টোবর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৩ অক্টোবর এবং নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও গত বছর একই আবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা শুনানি শুরু

আপডেট সময় : ০৬:৪২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের ২০১১ সালের রায় পুনর্বিবেচনার জন্য করা বিভিন্ন আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউ শুনানি মঙ্গলবার (২৬ আগস্ট) শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই শুনানি গ্রহণ করেন।

আবেদনের পটভূমি:
এর আগে ২১ আগস্ট আপিল বিভাগ আজকের দিনটি পুনর্বিবেচনার শুনানির জন্য নির্ধারণ করেছিল। ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করা হয় আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে। ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে ২০২৪ সালের অক্টোবর মাসে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আবেদন করেন।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার আইনগত ইতিহাস:
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করে ত্রয়োদশ সংশোধনী ১৯৯৬ সালে জাতীয় সংসদে গৃহীত হয়। সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ রিট খারিজ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে। এরপর ২০০৫ সালে আপিল করা হয়। এই আপিল মঞ্জুর করে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন।

পঞ্চদশ সংশোধনী ও গেজেট প্রকাশ:
বাতিল রায়ের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলোপসহ অন্যান্য বিষয় নিয়ে পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

সাম্প্রতিক আবেদনকারীরা:
৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন। অন্যরা হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৬ অক্টোবর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২৩ অক্টোবর এবং নওগাঁর বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও গত বছর একই আবেদন করেন।