সেপ্টেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩ টাকা

- আপডেট সময় : ১১:১৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ০ বার পড়া হয়েছে
ভোক্তা পর্যায়ে আবারও কমেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। সেপ্টেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭০ টাকা, যা আগের মাসের তুলনায় ৩ টাকা কম।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য (অর্থ, প্রশাসন ও আইন) মো. আব্দুর রাজ্জাক নতুন দর ঘোষণা করেন। নির্ধারিত দাম আজ সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে।
বিইআরসি জানায়, এবার প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১০৫ টাকা ৮৭ পয়সা। গত মাসে ছিল ১০৬ টাকা ১১ পয়সা। অর্থাৎ কেজিপ্রতি কমেছে ২৪ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও সমন্বয় হবে।
তবে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত থেকে ৮২৫ টাকা রাখা হয়েছে। অন্যদিকে, গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম সামান্য কমে দাঁড়িয়েছে প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সায়।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে সৌদি আরবের আরামকো ঘোষিত সৌদি কার্গো মূল্য (সিপি)কে ভিত্তি ধরে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করছে বিইআরসি।