সমাচার ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমাল এখন শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এই স্থল নিম্নচাপটি এখন সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থা করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আরো দুর্বল হয়ে যাবে। আজ মঙ্গলবার (২৮ মে) দেয়া আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্বল হতে থাকা এই স্থল নিম্নচাপটির প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে গত ২৪ ঘণ্টায় (আজ মঙ্গলবার ভোর ৬টা) সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাঁদপুরে ২৫৭ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ২২৪ মিলিমিটার। এছাড়া চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি হয়েছে ২৪৯ মিলিমিটার করে।