সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
Songbad somachar
- আপডেট সময় : ০৬:৩৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুহনি এলাকায় সেনাবাহিনীর অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে ক্যাপ্টেন আমিন আকবরের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম শফিকুল ইসলাম। তিনি মাধবপুর উপজেলার দেবপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে। অভিযানের সময় তাঁর কাছ থেকে ২০ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছেন। পরবর্তীতে তাঁকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক শফিকুল ইসলামের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


























