ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ‘বাংলাদেশি শিল্পীদের কাজ চেটেপুটে খাই’, কেন বললেন কলকাতার অভিনেত্রী পশ্চিমাদের দাবি সম্পূর্ণ মিথ্যা: পুতিন দিল্লিতে যেভাবে রাতারাতি পাল্টে গেলো ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট হাদির ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে: ইনকিলাব মঞ্চ মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আরো ৭ দেশ, মাঠে বিশ্বকাপ দেখা অনিশ্চিত অস্ট্রেলিয়ার বন্ডাই বিচ বন্দুকধারী মূলত ভারতীয়, জানিয়েছে পুলিশ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা অস্ট্রেলিয়ায় দুই হামলাকারী বাবা ও ছেলে, বলছে পুলিশ

হাজারীবাগে দক্ষিণ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পুলিশে ১১ জন গ্রেফতার

Songbad somachar
  • আপডেট সময় : ০৮:২৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় ২০-২৫ জন যুবক ব্যানার হাতে হঠাৎ করে মিছিল শুরু করে। মাত্র পাঁচ মিনিট রাস্তায় অবস্থান করার পর ব্যানার গুটিয়ে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ কিছু তরুণ ব্যানার হাতে “জয়বাংলা” স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। মিছিলটি বউবাজার হয়ে সামনে এগোয়। তবে অল্প সময়ের মধ্যেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ এসে এগারো জনকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ তরুণের বয়স ছিল ১৪ থেকে ২০ বছরের মধ্যে। দু-একজন বয়স্ক মানুষও ছিলেন। এ সময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন,
“আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। যাচাই চলছে, কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাজারীবাগে দক্ষিণ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পুলিশে ১১ জন গ্রেফতার

আপডেট সময় : ০৮:২৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় ২০-২৫ জন যুবক ব্যানার হাতে হঠাৎ করে মিছিল শুরু করে। মাত্র পাঁচ মিনিট রাস্তায় অবস্থান করার পর ব্যানার গুটিয়ে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ কিছু তরুণ ব্যানার হাতে “জয়বাংলা” স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। মিছিলটি বউবাজার হয়ে সামনে এগোয়। তবে অল্প সময়ের মধ্যেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ এসে এগারো জনকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ তরুণের বয়স ছিল ১৪ থেকে ২০ বছরের মধ্যে। দু-একজন বয়স্ক মানুষও ছিলেন। এ সময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন,
“আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। যাচাই চলছে, কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।