ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ার হত্যা মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল ৭৩ পর্যবেক্ষক সংস্থার অনুমোদন, ঠিকানায় অস্তিত্ব নেই অনেকের! প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান গৌরনদী ও আগলঝাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জহির উদ্দিন স্বপন! খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন আমিরাতে নতুন ভিসা নীতি: এআই বিশেষজ্ঞসহ চার ক্যাটাগরি চালু “পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত” — কায়সার কামাল শারদীয় পূজা ঘিরে গুজব কমেছে, কঠোর নজরদারিতে এনটিএমসি দোহায় হামলার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

হাজারীবাগে দক্ষিণ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পুলিশে ১১ জন গ্রেফতার

  • আপডেট সময় : ০৮:২৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় ২০-২৫ জন যুবক ব্যানার হাতে হঠাৎ করে মিছিল শুরু করে। মাত্র পাঁচ মিনিট রাস্তায় অবস্থান করার পর ব্যানার গুটিয়ে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ কিছু তরুণ ব্যানার হাতে “জয়বাংলা” স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। মিছিলটি বউবাজার হয়ে সামনে এগোয়। তবে অল্প সময়ের মধ্যেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ এসে এগারো জনকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ তরুণের বয়স ছিল ১৪ থেকে ২০ বছরের মধ্যে। দু-একজন বয়স্ক মানুষও ছিলেন। এ সময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন,
“আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। যাচাই চলছে, কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাজারীবাগে দক্ষিণ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পুলিশে ১১ জন গ্রেফতার

আপডেট সময় : ০৮:২৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় ২০-২৫ জন যুবক ব্যানার হাতে হঠাৎ করে মিছিল শুরু করে। মাত্র পাঁচ মিনিট রাস্তায় অবস্থান করার পর ব্যানার গুটিয়ে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ কিছু তরুণ ব্যানার হাতে “জয়বাংলা” স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। মিছিলটি বউবাজার হয়ে সামনে এগোয়। তবে অল্প সময়ের মধ্যেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ এসে এগারো জনকে আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ তরুণের বয়স ছিল ১৪ থেকে ২০ বছরের মধ্যে। দু-একজন বয়স্ক মানুষও ছিলেন। এ সময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে রাজপথ কাঁপবে” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন,
“আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। যাচাই চলছে, কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে। প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।