হানিয়া আমিরের বাংলাদেশ সফর নিশ্চিত — আগমন এখনও সম্পন্ন হয়নি

- আপডেট সময় : ০৪:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০ বার পড়া হয়েছে
ঢাকা, ১৬ সেপ্টেম্বর — পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সানসিল্ক ব্র্যান্ডের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন, তবে এখনও তিনি দেশে পৌঁছেননি। প্রতিষ্ঠানটির নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা উদ্বোধন ও প্রচারনা কার্যক্রমের অংশ হিসেবে হানিয়া দেশে কয়েকটি ইভেন্টে অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
পর্দার মাধ্যমিকে ‘মুজে পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসাফার’, ‘আনা’ ও ‘দিলরুবা’ সহ নানা জনপ্রিয় নাটকে অভিনয় করে হানিয়া শিগগিরই দক্ষিণ এশিয়ার তরুণদের মধ্যে ব্যাপক পরিচিত নাম হিসেবে আবির্ভূত হন। বর্তমানে তিনি পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন এবং ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট প্রচারের জন্য এই সফর করছেন।
নিজের এক ভিডিও বার্তায় হানিয়া ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, “হাই বাংলাদেশ, আমি হানিয়া বলছি। আমি ঢাকায় আসছি, সবার সঙ্গে দেখা হবে।” এই ঘোষণার পর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
জীবনী সংক্ষিপ্ত: হানিয়া আমির ১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে ‘জানান’ ছবির মাধ্যমে তিনি অভিনয়জীবন শুরু করেন। প্রাণবন্ত ব্যক্তিত্ব, আকর্ষণীয় চেহারা এবং ফ্যাশন সেন্সের কারণে তিনি দ্রুত তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। বর্তমানে তিনি পাকিস্তানের অন্যতম উচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এবং সর্বাধিক অনুসরণীয় তারকাদের একজন। এছাড়া ‘সর্দারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে; এতে নূর চরিত্রে অভিনয় করে তিনি দুই দেশেই প্রশংসা কুড়ান।
সংশোধনী: প্রথম প্রকাশিত বিজ্ঞাপন বার্তায় ভুল করে বলা হয়েছিল যে ‘হানিয়া আমির বাংলাদেশে পৌঁছে গেছেন’। পরে নিশ্চিত হওয়ার পর ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:২৮ মিনিটে তা সংশোধন করা হয়েছে। শিরোনাম পরিবর্তন ও প্রতিবেদনের বিষয়বস্তুও এ অনুযায়ী পরিমার্জন করা হয়েছে। অসাবধানতাবশত যেকোনো বিভ্রান্তির জন্য আমরা দুঃখিত।