ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনকালে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: প্রধান উপদেষ্টা জামায়াতের জোটে ইসলামী আন্দোলন থাকছে কি না ঘোষণা আজ, দুপুরে মজলিসে শূরার বৈঠক মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবিতে কারাকাসের রাস্তায় হাজারো মানুষ মেসির হাতের সেই বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায় প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিন আজ ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান গোল্ডেন গ্লোব: রাতে বেভারলি হিলসে বসছে তারার মেলা সালাহ ম্যাজিকে আইভরি কোস্টকে বিদায় করে সেমিতে মিশর বারিশাল গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

১২ বছর ধরে অচল লোহাগাড়ার ট্রমা সেন্টার, শিগগিরই চালুর উদ্যোগ

Songbad somachar
  • আপডেট সময় : ০৫:৫১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা দেওয়ার জন্য লোহাগাড়া উপজেলায় প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টারটি ২০১৩ সালে উদ্বোধন হলেও দীর্ঘ ১২ বছরেও চালু হয়নি। জনবল ও যন্ত্রপাতির অভাবেই এ চিকিৎসাকেন্দ্র অচল অবস্থায় পড়ে ছিল।

দুই লেনের সরু ও দুর্ঘটনাপ্রবণ চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কটিতে বিশেষায়িত কোনো হাসপাতাল নেই। ফলে দুর্ঘটনায় হতাহতরা দ্রুত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালেই দোহাজারী থানার আওতাধীন ৬০ কিলোমিটারের মধ্যে ৫১টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ২০০৭ সালে ২০ শয্যার লোহাগাড়া ট্রমা সেন্টারের নির্মাণকাজ শুরু হয়। ২০১২ সালে ৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে তিনতলা ভবন নির্মাণ সম্পন্ন হয়। চিকিৎসা কর্মকর্তা, কনসালট্যান্ট, নার্স ও টেকনোলজিস্টসহ ২৭টি পদ সৃষ্টির সুপারিশ করা হলেও এখনো জনবল পদায়ন হয়নি, মেলেনি যন্ত্রপাতিও।

তবে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটাতে সম্প্রতি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে সরকার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে। তাদের সহযোগিতায় প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি সরবরাহ করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসাইন জানান, সেপ্টেম্বরের মধ্যেই ট্রমা সেন্টারটি চালুর লক্ষ্য রয়েছে।

সাম্প্রতিক সময়ে ভবনটিতে শ্রমিকেরা পরিচ্ছন্নতা ও সংস্কারের কাজ করছেন, ভাঙা আসবাবপত্রও মেরামত হচ্ছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার আশা, সেন্টারটি চালু হলে প্রতিদিনের হাড়ভাঙা ও দুর্ঘটনায় আহত রোগীরা বিশেষায়িত সেবা নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১২ বছর ধরে অচল লোহাগাড়ার ট্রমা সেন্টার, শিগগিরই চালুর উদ্যোগ

আপডেট সময় : ০৫:৫১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা দেওয়ার জন্য লোহাগাড়া উপজেলায় প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রমা সেন্টারটি ২০১৩ সালে উদ্বোধন হলেও দীর্ঘ ১২ বছরেও চালু হয়নি। জনবল ও যন্ত্রপাতির অভাবেই এ চিকিৎসাকেন্দ্র অচল অবস্থায় পড়ে ছিল।

দুই লেনের সরু ও দুর্ঘটনাপ্রবণ চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কটিতে বিশেষায়িত কোনো হাসপাতাল নেই। ফলে দুর্ঘটনায় হতাহতরা দ্রুত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালেই দোহাজারী থানার আওতাধীন ৬০ কিলোমিটারের মধ্যে ৫১টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ২০০৭ সালে ২০ শয্যার লোহাগাড়া ট্রমা সেন্টারের নির্মাণকাজ শুরু হয়। ২০১২ সালে ৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে তিনতলা ভবন নির্মাণ সম্পন্ন হয়। চিকিৎসা কর্মকর্তা, কনসালট্যান্ট, নার্স ও টেকনোলজিস্টসহ ২৭টি পদ সৃষ্টির সুপারিশ করা হলেও এখনো জনবল পদায়ন হয়নি, মেলেনি যন্ত্রপাতিও।

তবে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটাতে সম্প্রতি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশে সরকার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে। তাদের সহযোগিতায় প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি সরবরাহ করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসাইন জানান, সেপ্টেম্বরের মধ্যেই ট্রমা সেন্টারটি চালুর লক্ষ্য রয়েছে।

সাম্প্রতিক সময়ে ভবনটিতে শ্রমিকেরা পরিচ্ছন্নতা ও সংস্কারের কাজ করছেন, ভাঙা আসবাবপত্রও মেরামত হচ্ছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার আশা, সেন্টারটি চালু হলে প্রতিদিনের হাড়ভাঙা ও দুর্ঘটনায় আহত রোগীরা বিশেষায়িত সেবা নিতে পারবেন।