সংবাদ শিরোনাম ::
৩ দফা দাবিতে রেল অবরোধ করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:১৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৫ বার পড়া হয়েছে
তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে এই প্রতিবাদ শুরু হয়। শিক্ষার্থীদের এই আকস্মিক আন্দোলনের ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। হাওর এক্সপ্রেস ট্রেনটি প্রায় এক ঘণ্টা আটকে রাখার পর শিক্ষার্থীরা তা ছেড়ে দেয়। এরপর বেলা ১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনটিও আটকায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো:
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেডের পদগুলো শুধুমাত্র কৃষিবিদদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
- ডিপ্লোমাধারীরা যেন নামের পাশে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।
- তাদের দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।