ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ার হত্যা মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল ৭৩ পর্যবেক্ষক সংস্থার অনুমোদন, ঠিকানায় অস্তিত্ব নেই অনেকের! প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান গৌরনদী ও আগলঝাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জহির উদ্দিন স্বপন! খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন আমিরাতে নতুন ভিসা নীতি: এআই বিশেষজ্ঞসহ চার ক্যাটাগরি চালু “পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত” — কায়সার কামাল শারদীয় পূজা ঘিরে গুজব কমেছে, কঠোর নজরদারিতে এনটিএমসি দোহায় হামলার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ফুটপাতে জায়গা নিয়ে তর্কে ঘুষি, ফুল বিক্রেতার মৃত্যু

Songbad somachar
  • আপডেট সময় : ০১:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে ফুল বিক্রির জায়গা নিয়ে তর্কের জেরে এক বিক্রেতার ঘুষিতে অপর বিক্রেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাতটার দিকে বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকার ফুটপাতে এই ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।

নিহত মো. ইমান ওরফে বিমান (৪৫) সদর উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়ার লুৎফর রহমানের ছেলে।

তার দুসম্পর্কের এক ভাই মো. নাজমুল বলেন, ইমানের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। সকালে তিনি ফুটপাতে ফুল ও পাতা বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, সকালে হিন্দু ধর্মালম্বীরা পূজার কাজে ফুল ও নির্দিষ্ট কিছু গাছের পাতার প্রয়োজন হয়। শহরের বঙ্গবন্ধু সড়কের কালিরবাজার মোড় ও উকিলপাড়া এলাকার ফুটপাতে রোজ সকালে ফুল ও পাতার পসরা সাজিয়ে বসেন। ইমানও তাদের মধ্যে একজন নিয়মিত বিক্রেতা।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল বলেন, “আমি আর বিমান ভাই একসাথে পাতা বিক্রি করি। ফুটপাতে বসা নিয়ে আজ সকালে মো. গাউস নামে পাশের আরেক ফুল বিক্রেতার সঙ্গে ইমান ভাই’র তর্ক হয়। এক পর্যায়ে গাউস কিল-ঘুষি মারথে থাকে। এতে ইমান ভাই মাটিতে লুটিয়ে পড়েন।”

আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ওই হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান নাজমুল।

এদিকে, এই ঘটনায় অভিযুক্ত ফুল বিক্রেতা গাউস (৩২) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি বন্দর উপজেলার দীঘলদী গ্রামে। তিনি ওই এলাকার এমদাদ হোসেনের ছেলে।

সদর মডেল থানার ওসি নাছির আহমদ বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুটপাতে জায়গা নিয়ে তর্কে ঘুষি, ফুল বিক্রেতার মৃত্যু

আপডেট সময় : ০১:২৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে ফুল বিক্রির জায়গা নিয়ে তর্কের জেরে এক বিক্রেতার ঘুষিতে অপর বিক্রেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাতটার দিকে বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকার ফুটপাতে এই ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।

নিহত মো. ইমান ওরফে বিমান (৪৫) সদর উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়ার লুৎফর রহমানের ছেলে।

তার দুসম্পর্কের এক ভাই মো. নাজমুল বলেন, ইমানের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। সকালে তিনি ফুটপাতে ফুল ও পাতা বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, সকালে হিন্দু ধর্মালম্বীরা পূজার কাজে ফুল ও নির্দিষ্ট কিছু গাছের পাতার প্রয়োজন হয়। শহরের বঙ্গবন্ধু সড়কের কালিরবাজার মোড় ও উকিলপাড়া এলাকার ফুটপাতে রোজ সকালে ফুল ও পাতার পসরা সাজিয়ে বসেন। ইমানও তাদের মধ্যে একজন নিয়মিত বিক্রেতা।

ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল বলেন, “আমি আর বিমান ভাই একসাথে পাতা বিক্রি করি। ফুটপাতে বসা নিয়ে আজ সকালে মো. গাউস নামে পাশের আরেক ফুল বিক্রেতার সঙ্গে ইমান ভাই’র তর্ক হয়। এক পর্যায়ে গাউস কিল-ঘুষি মারথে থাকে। এতে ইমান ভাই মাটিতে লুটিয়ে পড়েন।”

আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে ওই হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান নাজমুল।

এদিকে, এই ঘটনায় অভিযুক্ত ফুল বিক্রেতা গাউস (৩২) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি বন্দর উপজেলার দীঘলদী গ্রামে। তিনি ওই এলাকার এমদাদ হোসেনের ছেলে।

সদর মডেল থানার ওসি নাছির আহমদ বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।