বিনোদন ডেস্ক
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিলো ‘ডেডবডি’ সিনেমাটি। সেভাবেই চলছিলো প্রচার-প্রচারণা। কিন্তু শেষ মুহূর্তে নির্মাতা মোহাম্মদ ইকবাল জানতে পারেন, ঈদে মুক্তি পেতে যাচ্ছে ১৩টি সিনেমা! এরপরই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। পিছিয়ে যায় ‘ডেডবডি’র মুক্তি। অবশেষে সিনেমাটি মুক্তি পায় গত ৩ মে। তবে তিন দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে নেওয়া হয় এই ছবি। দর্শক না পাওয়ার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
এ বিষয়ে গণমাধ্যমকে মাল্টিপ্লেক্সটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বললেন, সনি স্কয়ারে আমরা দুটি শো রেখেছিলাম। কিন্তু দর্শক কোনোভাবেই সিনেমাটি গ্রহণ করেনি। তাই আমরা তিনদিন পর সিনেমাটি নামিয়ে দিতে বাধ্য হয়েছি।
এদিকে এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পরিচালক মোহাম্মদ ইকবাল বলেন, যে শাখায় কোনো দর্শক যায় না এবং টিকিটের দাম অনেক বেশি সেই হলটিতে ‘ডেডবডি’ দেয়া হয়। তাই তাদের হল থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুই-এক দিনের মধ্যে সিনেপ্লেক্সের অনিয়ম নিয়ে এফডিসিতে মানববন্ধন করব। একজন প্রযোজক-পরিচালক অনেক কষ্ট করে সিনেমা নির্মাণ করে। যখন সিনেমাটি মুক্তি দিয়ে প্রতারণার শিকার হয় সে, তখন নির্মাণে আগ্রহ হারিয়ে ফেলে। সবাইকে এই অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
এর আগে তিনদিনের মাথায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা থেকে ‘শ্যামা কাব্য’ সরিয়ে নেন নির্মাতা বদরুল আনাম সৌদ। এবার একই ঘটনা ঘটল ‘ডেডবডি’র ভাগ্যেও!
সিনেপ্লেক্স কর্তৃপক্ষের কারণে নিজের সিনেমা সরিয়ে নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন সৌদ। হলের প্রজেকশন ব্যবস্থাপনায় সমস্যা, সেল রিপোর্টে গড়মিলসহ কয়েকটি অভিযোগ প্রকাশ্যে এনেছেন তিনি। এমনকি সিনেপ্লেক্সের আচরণে ‘অসম্মানিত’ বোধ করেছেন বলেও জানান এই নির্মাতা।
রোববার (৫ মে) ফেসবুক লাইভে এসে বললেন, ‘ছবি না চললে তো নামিয়ে দিবেনই আপনারা; কারণ ব্যবসায়িক দিক থেকে এটিই স্বাভাবিক। পৃথিবীজুড়ে এমনটাই স্বাভাবিক যে ছবি না চললে নামিয়ে নেওয়া হয়। কিন্তু এটি আমাকে প্রতিবার মনে করিয়ে দিতে হবে না, প্লিজ। তিনি আরো বলেন, আমি কিছুটা অসম্মানিত বোধ করেছি। কারণ মুক্তির পূর্ব থেকে গতকাল (শনিবার) পর্যন্ত আমাকে বারবার বলা হচ্ছিলো যে, ছবি না চললে নামিয়ে দেয়া হবে।
বদরুল আনাম সৌদের সিনেমাটিও দর্শক টানতে পারছিলো না বলে দাবি করেছে স্টার সিনেপ্লেক্স।
প্রসঙ্গত, ভৌতিক ঘরনার ছবি ‘ডেডবডি’তে অভিনয় করেছেন ওমর সানী, জিয়াউল রোশান, শ্যামল মাওলা, ভারতীয় অভিনেত্রী অন্বেষা রায়সহ অনেকে। অন্যদিকে, ‘শ্যামা কাব্য’তে জুটি বেঁধেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। অন্যান্য চরিত্রে রয়েছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ।