সংবাদ শিরোনাম ::
জেনেভা ক্যাম্পে সংঘর্ষ
রাজধানী জেনেভা ক্যাম্পে সংঘর্ষ,শিগগিরই অভিযান চালাতে পারে সেনাবাহিনী

মো.খালেদ মাসুদ, নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সোমবার (১১ আগস্ট) ভোর রাত থেকে সকাল পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর গলিতে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছুড়েছে দুই পক্ষ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার (১০ আগস্ট) দুপুরে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এতে এক নারী আহত হন।রাতেই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ।এরপর দুই পক্ষের আধিপত্য বিস্তারের সূত্র ধরেই সংঘর্ষের শুরু।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।
সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়,ক্যাম্পের ঘটনার দিকে নজর রাখছেন তারা।বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ দেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। শিগগিরই অভিযান চালাবে সেনাবাহিনী।
এর আগে অভিযানে অপরাধীরা গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আবারও এই এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে মাদক কারবার পরিচালনার জন্যই এ ধরনের ঘটনা ঘটছে বলে জানান ওই সেনা কর্মকর্তা।