পরীর ডানার শুভ জন্মদিন।
আমার জীবনের ডানা, আমি তোমায় ভালোবাসি: পরীমণি

- আপডেট সময় : ১২:৪৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। ছেলের তৃতীয় জন্মদিনে জানিয়েছেন মায়ের ভালোবাসার বার্তা।শনিবার (৯ আগস্ট) দিবাগত রাতে পরী তার ফেসবুকে জানান, পরীর জীবনের ডানা হলো তার ছেলে পদ্ম। দেখতে দেখতে কীভাবে সময় পেরিয়ে যাচ্ছে টেরই পাচ্ছেন না। বাকি জীবনটা শুধু দুই সন্তানের সঙ্গেই কাটাতে চান। ওদের জন্যই বেঁচে থাকতে চান।
পরী আরও জানান, আজকের দিনেই তিন বছর আগে অভিনেত্রীর জীবনে আসে তার প্রথম সন্তান। নিজেকে ও তার সন্তানদের ভালোবাসার জন্য ভক্তদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন পরী। সন্তানদের জন্য সবার কাছে দোয়াও চান এ চিত্রনায়িকা।
সময়ের পাঠকের জন্য চিত্রনায়িকা পরীমণির ফেসবুক পোস্ট তুলে ধরা হলো-
১০/০৮/২০২৫ ! আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কীভাবে সময় চলে যাচ্ছে, বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে।
আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। হ্যাপি বার্থ ডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।
চিত্রনায়ক শরীফুল রাজকে ভালোবেসে বিয়ে করেন পরীমণি। ২০২২ সালে তাদের সংসারে আসে ছেলে পদ্ম। ছেলের জন্মের এক বছরে মাথায় সংসার ভাঙে পরীর। এরপর থেকে ছেলের দায়িত্ব একাই পালন করছেন অভিনেত্রী। গত বছর এক কন্যা সন্তান দত্তক নেন। বর্তমানে দুই সন্তান ও কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন আবেগী পরী।