ময়মনসিংহে পাওনা টাকার দ্বন্দ্বে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল যুবকের।

- আপডেট সময় : ০৬:৩৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা টাকার দ্বন্দ্বে দুপক্ষের সংঘর্ষে ফাহিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে ফাহিমের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মানকোন ইউনিয়নের একটি বাজারে এক দোকানি ফাহিমের কাছে তার আগের ২০০ টাকা বকেয়া চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সোমবার (১১ আগস্ট) দুপুরে এ নিয়ে দুপক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন ফাহিম।
পরে স্থানীয়রা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন থেকে ফাহিমের মৃত্যু হয়। এ ঘটনায় কয়েকজন আহত হন। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।