সংবাদ শিরোনাম ::
ডিবি পুলিশের বিশেষ অভিযান।
আশুলিয়ায় গাঁজা সহ মাদক কারবারি আটক করেছে ডিবি পুলিশ।

মো.খালেদ মাসুদ, স্টাফ রিপোর্টার।
- আপডেট সময় : ০৬:৫০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
ডিবি পুলিশের বিশেষ অভিযানে আশুলিয়ার কাইচাবাড়ি কালারটেক এলাকা থেকে ৬শ গ্রাম গাঁজা সহ রাব্বি হোসেন(২৫)নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার(১২ আগস্ট)গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাব্বি হোসেনকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।