প্রতিবাদ সভা।
সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা।
- আপডেট সময় : ০৭:১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার প্রতিবাদে আশুলিয়া শ্রীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৩ আগস্ট) সকালে আশুলিয়া শ্রীপুর বাজার এলাকায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাব এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন,সাংবাদিকরা জাতির বিবেক।সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর হামলা,মামলা,নির্যাতন এবং হত্যার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে,যা গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য হুমকি। অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালান চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাঈদ সরকার।এ সময় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধি,সুশীল সমাজ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন,সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে। তারা সরকারের প্রতি আহ্বান জানান,যেন সাংবাদিকদের ওপর যেকোনো হামলার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং স্বাধীতনভাবে কাজের পরিবেশ নিশ্চিত হয়।