মো. আসাদুর রহমান কিরণের ৩ দিনের রিমান্ড ।
গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রিমান্ডে।

- আপডেট সময় : ০৭:৩৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
একই মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।এ ছাড়া জুলাই আন্দোলন চলাকালে মোহাম্মদপুর থানায় ট্রাকচালক হোসেন নিহতের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
আজ বুধবার সকালে ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতে বিচারক এসব আদেশ দেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের নামে রাজধানীর উত্তরা ও মোহাম্মদপুর এলাকায় হত্যা ও হত্যাচেষ্টার জন্য হামলা চালান আসামিরা। এই অভিযোগে তাদেরকে রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তিনি।
আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড ও গ্রেপ্তারের বিরোধিতা করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ড ও গ্রেপ্তারের যুক্তিতর্ক তুলে ধরেন।