সংবাদ শিরোনাম ::
বস্তিতে আগুন।
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে।খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।
বুধবার (২০ আগস্ট) দুপুর ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে, ২টা ৩৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ও কুর্মিটোলা স্টেশনের ২টি ইউনিট ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পাঁচ ইউনিটের প্রচেষ্টায় দ্রতই আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে এ ঘটনায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সংশ্লিষ্টরা।