অবরোধ
বিজয়নগরে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভ।

- আপডেট সময় : ১০:৩৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী
বুধবার(২০ আগস্ট)সকাল সাড়ে ১০টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা ডাকবাংলো মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এই অবরোধ শুরু হয়।
সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা ১টা পর্যন্ত এই অবরোধ চলতে থাকে, ফলে উভয় দিকের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,সম্প্রতি ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন একটি খসড়া সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রস্তাব প্রকাশ করে।প্রস্তাব অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের আওতাধীন বিজয়নগরের তিনটি ইউনিয়ন চান্দুরা, হরষপুর এবং বুধন্তি—সরাইল-২ আসনে যুক্ত করার প্রস্তাব করা হয়।
এই প্রস্তাবের বিরুদ্ধে এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং এর প্রতিবাদে তারা এ আন্দোলনে নেমে আসে বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেন।
হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক ও সর্বজনীন ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা আফজাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ডা.রফিকুল ইসলাম,চান্দুরা ইউপি জামাতের সেক্রেটারি শিহাব উদ্দিন এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এইচ এম গোলাম জহির প্রমুখ।
এলাকাবাসীর দাবি,এই তিনটি ইউনিয়ন ঐতিহাসিকভাবে বিজয়নগরের অংশ এবং প্রশাসনিক, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে এদের স্থানান্তর অযৌক্তিক ও জনবিরোধী।