শিশুদের মাঝে উপহার বিতরণ
আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস কর্তৃক শিশুদের মাঝে উপহার বিতরণ।

- আপডেট সময় : ১১:৪৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১০ বার পড়া হয়েছে
বরগুনার আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস নিবন্ধিত ৬৮৯ জন শিশুর মাঝে বার্ষিক উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো.রোকনুজ্জামান খান।
বৃহস্পতিবার(২১ আগস্ট)দুপুর ১২টার দিকে আমতলী পৌরসভা হল রুমে এনএনএস,এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি (এরিয়া প্রোগ্রাম)ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার, এনএসএস কর্মকর্তা মো.জহিরুল ইসলাম.ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ অফিসার লিটন হিউবাট কোরাইয়া,প্রোগ্রাম ম্যানেজার মৃদুল চন্দ্র সরকার,ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার তানিয়া আক্তার।
নিবন্ধিত ৬৮৯জন শিশুর প্রত্যেককে ১টি টিশার্ট,১টি টিফিন ক্যারিয়ার ১টি চার্জার লাইট,ডিটারজেন্ট পাউডার ১কেজি ও ১টি হ্যান্ড ওয়াশ।কর্পোরেট দাতা পিএম ইন্টারন্যাশনাল উপহার সামগ্রী বিতরনে আর্থিক সহযোগিতা করেন।