চার ভাইয়ের মধ্যে একজনের স্ত্রীকে তালাক দেওয়া নিয়ে তৈরি ঝামেলা থেকেই খুনোখুনির এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে কুপিয়ে দুই ভাইকে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যায় জাফতনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সমদর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জাহাঙ্গীর (৩৫) ও আলমগীর (৪৫)। দুইজনই ওই এলাকার প্রয়াত নুরুল ইসলামের পুত্র। নিহত দুই ভাই মধ্যপ্রাচ্য প্রবাসী ছিলেন।প্রয়াত নুরুলের চার ছেলে করিম, জাহাঙ্গীর, আলমগীর ও রাশেদ বিদেশে থাকতেন। তারা কিছুদিন আগে দেশে আসেন। এদের মধ্যে করিম তার স্ত্রী ফারজানা আক্তারকে কিছুদিন আগে তালাক দেন। এ নিয়ে তৈরি ঝামেলা থেকেই খুনোখুনির এ ঘটনা ঘটে।
জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তালাক দিলেও করিমের স্ত্রী শ্বশুর বাড়িতেই ছিলেন। তিনি যেতে চাননি।
তিনি বলেন, তারা চার ভাই বিদেশ থেকে ফিরলে করিম তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিতে চেষ্টা করেন। তাকে কুপিয়ে আহত করেন বলেও অভিযোগ এসেছে। এসময় স্থানীয় লোকজন ওই নারীর পক্ষ নেয়।পরে স্থানীয় এলাকাবাসী এসে তাদের পিটুনি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে জাহাঙ্গীর ও আলমগীর মারা যান।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, তালাক দেওয়া নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে ছুরিকাঘাত করেছিলেন তার স্বামী করিম। পরে স্থানীয় লোকজন তাদের ওপর হামলা করে বলে খবর আসে।
”আহতদের মধ্যে দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে বলে জেনেছি।”