ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ার হত্যা মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল ৭৩ পর্যবেক্ষক সংস্থার অনুমোদন, ঠিকানায় অস্তিত্ব নেই অনেকের! প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান গৌরনদী ও আগলঝাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জহির উদ্দিন স্বপন! খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন আমিরাতে নতুন ভিসা নীতি: এআই বিশেষজ্ঞসহ চার ক্যাটাগরি চালু “পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত” — কায়সার কামাল শারদীয় পূজা ঘিরে গুজব কমেছে, কঠোর নজরদারিতে এনটিএমসি দোহায় হামলার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

সাংবাদিক অপহরণের চেষ্টা, সাইকো সাব্বির গ্রেপ্তার।

  • আপডেট সময় : ১১:১৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারে কর্মরত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি এবং সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদাকে মারধর, চাঁদাদাবি ও অপহরণের চেষ্টার অভিযোগে সন্ত্রাসী সাব্বির আহমেদ ওরফে সাইকো সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) ভোরে মানিকগঞ্জ জেলার পূর্ব দাশড়া এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মারধর, চাঁদাদাবি ও অপহরণের চেষ্টার অভিযোগ এনে ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হুদা বাদী হয়ে সাইকো সাব্বিরসহ ১১ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে আসামিদের মধ্যে আছেন— সন্ত্রাসী সাব্বির আহমেদ ওরফে সাইকো সাব্বির (২৬), জাহিন সিংহ (২৮), রেদোয়ান হাসান (২৫)।  এছাড়াও ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সকালে সাইকো সাব্বিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল।

সাংবাদিক নাজমুল হুদা বর্তমানে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট সন্ত্রাসী সাব্বির আহমেদ ফোন করে সাভার প্রেসক্লাব সভাপতি নাজমুল হুদার কাছে ১১ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তার ব্যক্তিগত সহকারী জাহিদ এবং নাজমুল হুদার বিরুদ্ধে অপপ্রচার চালানোর হুমকি দেন। পরবর্তীতে ফেসবুকে তাদের ছবি ব্যবহার করে দালাল আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হয়।

অপপ্রচার বন্ধ করতে বললে সাব্বির ও তার সহযোগীরা নাজমুল হুদাকে হত্যার হুমকি দিয়ে আওয়ামী লীগ ট্যাগ লাগানোর চেষ্টা করে এবং সাভার প্রেসক্লাব দখলের হুমকিও দেয়।

ঘটনার পরদিন (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নাজমুল হুদা সংবাদ সংগ্রহে যাওয়ার পথে সাভার মডেল মসজিদের সামনে তার প্রাইভেটকার থামিয়ে দেয় সন্ত্রাসীরা। এ সময় সাব্বির ও তার দলবল জোরপূর্বক তাকে গাড়ি থেকে নামিয়ে পুনরায় ১১ লাখ টাকা দাবি করে। তিনি অস্বীকার করলে তাকে মারধর করে এবং সঙ্গে থাকা ৩২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাকে অপহরণের চেষ্টা চালানো হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির দাবিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা আন্দোলনের ঘোষণা দেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, “এ পর্যন্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

চাঁদাদাবি ও অপহরণ চেষ্টার ঘটনায় সাংবাদিক নাজমুল হুদা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় চারজনকে এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক অপহরণের চেষ্টা, সাইকো সাব্বির গ্রেপ্তার।

আপডেট সময় : ১১:১৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

সাভারে কর্মরত দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি এবং সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদাকে মারধর, চাঁদাদাবি ও অপহরণের চেষ্টার অভিযোগে সন্ত্রাসী সাব্বির আহমেদ ওরফে সাইকো সাব্বিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) ভোরে মানিকগঞ্জ জেলার পূর্ব দাশড়া এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মারধর, চাঁদাদাবি ও অপহরণের চেষ্টার অভিযোগ এনে ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হুদা বাদী হয়ে সাইকো সাব্বিরসহ ১১ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে আসামিদের মধ্যে আছেন— সন্ত্রাসী সাব্বির আহমেদ ওরফে সাইকো সাব্বির (২৬), জাহিন সিংহ (২৮), রেদোয়ান হাসান (২৫)।  এছাড়াও ৬-৭ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সকালে সাইকো সাব্বিরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল।

সাংবাদিক নাজমুল হুদা বর্তমানে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট সন্ত্রাসী সাব্বির আহমেদ ফোন করে সাভার প্রেসক্লাব সভাপতি নাজমুল হুদার কাছে ১১ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তার ব্যক্তিগত সহকারী জাহিদ এবং নাজমুল হুদার বিরুদ্ধে অপপ্রচার চালানোর হুমকি দেন। পরবর্তীতে ফেসবুকে তাদের ছবি ব্যবহার করে দালাল আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হয়।

অপপ্রচার বন্ধ করতে বললে সাব্বির ও তার সহযোগীরা নাজমুল হুদাকে হত্যার হুমকি দিয়ে আওয়ামী লীগ ট্যাগ লাগানোর চেষ্টা করে এবং সাভার প্রেসক্লাব দখলের হুমকিও দেয়।

ঘটনার পরদিন (২০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নাজমুল হুদা সংবাদ সংগ্রহে যাওয়ার পথে সাভার মডেল মসজিদের সামনে তার প্রাইভেটকার থামিয়ে দেয় সন্ত্রাসীরা। এ সময় সাব্বির ও তার দলবল জোরপূর্বক তাকে গাড়ি থেকে নামিয়ে পুনরায় ১১ লাখ টাকা দাবি করে। তিনি অস্বীকার করলে তাকে মারধর করে এবং সঙ্গে থাকা ৩২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাকে অপহরণের চেষ্টা চালানো হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির দাবিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা আন্দোলনের ঘোষণা দেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, “এ পর্যন্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

চাঁদাদাবি ও অপহরণ চেষ্টার ঘটনায় সাংবাদিক নাজমুল হুদা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় চারজনকে এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।