ডাকসু নির্বাচন
ডাকসু নির্বাচনে মনোনয়ন বৈধের আপিল করার শেষ দিন আজ।

- আপডেট সময় : ০৬:৩৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১২ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন বৈধের আপিল করার শেষ দিন আজ। একই সাথে চলছে প্রার্থীতা প্রত্যাহার করার কার্যক্রম। যদিও এখন পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেনি কেউ। শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনের আবেদন করে বলে জানিয়েছেন ডাকসুর চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, এখন পর্যন্ত প্রার্থীদের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আসেনি, সতর্কতামূলক প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী ২৪ আগস্ট এসব আপিলের নিষ্পত্তি করে প্রার্থীতা ফেরত পাবেন কি না তা জানাবে কমিশন। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রাকাশ করা হবে ২৬ আগস্ট। তার আগে কেউ প্রচার প্রচারণা চালাতে পারবে না। প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুতে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৮ জন প্রার্থী বৈধ হিসেবে গণ্য হয়েছেন।
উল্লেখ্য, উল্লেখ্য, ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে এবার লড়ছেন ৪৬২ জন। বৃহস্পতিবার রাতে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ডাকসু নির্বাচন কমিশন। সেই তালিকায় ৪০২ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রী। তারা লড়বেন ২৮টি পদে। যাচাই-বাছাই শেষে, মঙ্গলবার প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।
আরো পড়ুনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়(ডাকসু)নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা
ডাকসু নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন পাহাড়ের মেয়ে হেমা চাকমা