হত্যা মামলা
ছাত্র জনতা হত্যা মামলায় জাবির সাবেক সহকারী প্রক্টর গ্রেফতার।

- আপডেট সময় : ১১:২১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৯ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলায় জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক সহাকারি প্রক্টর ও বহিস্কৃত সহকারী অধ্যাপক (জাবি) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৩ আগষ্ট) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন সাভার থানা পুলিশ। এর আগে রাত ৩ টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহমুদুর রহমান জনি কিশোরগঞ্জ জেলা হারুয়া গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর সাবেক সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর (বহিস্কৃত) এবং জাবি ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার অভিযোগ রয়েছে। ৫ই আগস্ট ২০২৪ এর পর থেকে তিনি পালাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।