২৫ আগস্টের মধ্যে লুটের পাথর ফেরত দেওয়ার নির্দেশ

- আপডেট সময় : ০৪:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
২৫ আগস্টের মধ্যে সাদাপাথর ফেরতের নির্দেশ, পরবর্তী সময়ে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা
কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় লুকিয়ে রাখা সাদাপাথর আগামী ২৫ আগস্ট বিকেল ৫টার মধ্যে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় নিজ খরচে ও নিজ উদ্যোগে ফেরত দিতে হবে। সময়সীমার পর কারও কাছে সাদাপাথর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক সারওয়ার আলম জানান, এখনও অনেকের কাছে অবৈধভাবে সাদাপাথর মজুত রয়েছে। এসব পাথর উদ্ধারে শনিবার স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিন দফা সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রথমত, ২৫ আগস্ট বিকেল ৫টার মধ্যে সাদাপাথর ফেরত দেওয়ার নির্দেশনা।
দ্বিতীয়ত, স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে নিজ নিজ এলাকায় খোঁজখবর নিয়ে সাদাপাথর উদ্ধারে উদ্যোগী হওয়ার।
তৃতীয়ত, সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে সাদাপাথর প্রতিস্থাপন কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, জনপ্রতিনিধিরা সরকারের অংশ হওয়ায় এই কাজে তাদেরও দায়িত্ব রয়েছে। ইতোমধ্যে কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় মাইকিং করে বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “২৫ আগস্টের পর যদি কারও কাছে সাদাপাথর পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”