সিনেটর বার্নি স্যান্ডার্স
বার্নি স্যান্ডার্সের মন্তব্য, ট্রাম্পের হাতে ফিলিস্তিন সংকট সমাধানের সুযোগ।

- আপডেট সময় : ০৭:৩৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৪ বার পড়া হয়েছে
মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ গাজায় সৃষ্ট দুর্ভিক্ষের মোকাবিলায় তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “স্পষ্টভাবে বলি: প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে ফিলিস্তিনি জনগণের অনাহার শেষ করার ক্ষমতা রয়েছে। কিন্তু তিনি কিছুই করছেন না, শুধু বসে বসে এই দুর্ভিক্ষ হতে দেখছেন।”
তিনি আরও যোগ করেছেন, “এবার যথেষ্ট হয়েছে। নেতানিয়াহুর যুদ্ধযন্ত্রে আর কোনো মার্কিন করদাতার অর্থ নয়।”
জাতিসংঘ শুক্রবার (২২ আগস্ট) প্রথমবারের মতো গাজা সিটি এবং এর আশপাশের এলাকাগুলোতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে। গাজা উপত্যকার পরিস্থিতি দুর্ভিক্ষের পঞ্চম পর্যায়ে পৌঁছেছে, যা চরম ক্ষুধায় বহু মানুষের মৃত্যু ঘটাতে পারে। সেপ্টেম্বরের শেষ নাগাদ খান ইউনিস, দেইর আল-বালাহসহ আরও কিছু এলাকায় এই পরিস্থিতি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে প্রায় ৫ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে।