ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গহীন জঙ্গলে ইউপিডিএফ’র গোপন আস্তানার সন্ধান: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হানিফসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়ার হত্যা মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল ৭৩ পর্যবেক্ষক সংস্থার অনুমোদন, ঠিকানায় অস্তিত্ব নেই অনেকের! প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান গৌরনদী ও আগলঝাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জহির উদ্দিন স্বপন! খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন আমিরাতে নতুন ভিসা নীতি: এআই বিশেষজ্ঞসহ চার ক্যাটাগরি চালু “পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে জামায়াত” — কায়সার কামাল শারদীয় পূজা ঘিরে গুজব কমেছে, কঠোর নজরদারিতে এনটিএমসি দোহায় হামলার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

মোদী-বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের"

থালাপতি বিজয় ‘ফ্যাসিবাদী বিজেপি’ এবং মোদীর বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন।

  • আপডেট সময় : ১০:১৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

মোদী-বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের"

সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ‘ফ্যাসিবাদী বিজেপি’ হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন এবং এই আদর্শিক শত্রুর বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন।

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে এক বার্তায় তিনি এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে তার দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য রাখছিলেন অভিনেতা ও রাজনীতিবিদ। এই সময় তিনি বিজেপির উপরও তার ক্ষোভ প্রকাশ করেন।

তামিল রাজনীতিতে রূপালী পর্দার সুপারস্টারদের আধিপত্য কোনও নতুন ঘটনা নয়। এনটি রামা রাও থেকে শুরু করে জয়ললিতা, কমল হাসান থেকে শুরু করে সাম্প্রতিক থালাপতি বিজয়, প্রায় সকলেই তাদের নিজস্ব স্টাইলে ভোটারদের মন জয় করেছেন। এখন, সুপারস্টার থালাপতি বিজয় সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেছেন।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে তার দল তামিলাগা ভেত্রি কাজগম – টিভিকে-র দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থক জড়ো হন। সেখানে, বিজয় ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ‘একা যাও’ নীতি গ্রহণের ঘোষণা দেন।

তিনি কেবল একাই প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেননি, রাজ্য নির্বাচনে কোনও জোটের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন। সমাবেশে বিজয় বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকেকে ‘একমাত্র রাজনৈতিক শত্রু’ বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “সিংহ সর্বদা সিংহই থাকে। একবার গর্জন করলে তার শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে। এমন সিংহ শিকার করতে বেরিয়ে পড়ে। বনে অনেক শিয়াল আছে, কিন্তু সিংহ মাত্র একটি। সিংহ জঙ্গলের রাজা। সিংহ জানে কীভাবে বাঁচতে হয়।”

ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, থালাপতি বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে তার দলকে তৃতীয় ফ্রন্ট হিসেবে আনার চেষ্টা করছেন। বিজয় তার দলকে ভোটারদের কাছে ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) এবং বিরোধী এআইএডিএমকে উভয়ের বিকল্প হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোদী-বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থালাপতি বিজয়ের"

থালাপতি বিজয় ‘ফ্যাসিবাদী বিজেপি’ এবং মোদীর বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন।

আপডেট সময় : ১০:১৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে ‘ফ্যাসিবাদী বিজেপি’ হিসেবে আখ্যা দিয়ে তার বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন এবং এই আদর্শিক শত্রুর বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন।

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে এক বার্তায় তিনি এই মন্তব্য করেন।

বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে তার দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য রাখছিলেন অভিনেতা ও রাজনীতিবিদ। এই সময় তিনি বিজেপির উপরও তার ক্ষোভ প্রকাশ করেন।

তামিল রাজনীতিতে রূপালী পর্দার সুপারস্টারদের আধিপত্য কোনও নতুন ঘটনা নয়। এনটি রামা রাও থেকে শুরু করে জয়ললিতা, কমল হাসান থেকে শুরু করে সাম্প্রতিক থালাপতি বিজয়, প্রায় সকলেই তাদের নিজস্ব স্টাইলে ভোটারদের মন জয় করেছেন। এখন, সুপারস্টার থালাপতি বিজয় সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে গেছেন।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (২১ আগস্ট) মাদুরাইয়ের পারাপাথিতে তার দল তামিলাগা ভেত্রি কাজগম – টিভিকে-র দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থক জড়ো হন। সেখানে, বিজয় ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ‘একা যাও’ নীতি গ্রহণের ঘোষণা দেন।

তিনি কেবল একাই প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেননি, রাজ্য নির্বাচনে কোনও জোটের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন। সমাবেশে বিজয় বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকেকে ‘একমাত্র রাজনৈতিক শত্রু’ বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “সিংহ সর্বদা সিংহই থাকে। একবার গর্জন করলে তার শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে। এমন সিংহ শিকার করতে বেরিয়ে পড়ে। বনে অনেক শিয়াল আছে, কিন্তু সিংহ মাত্র একটি। সিংহ জঙ্গলের রাজা। সিংহ জানে কীভাবে বাঁচতে হয়।”

ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, থালাপতি বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে তার দলকে তৃতীয় ফ্রন্ট হিসেবে আনার চেষ্টা করছেন। বিজয় তার দলকে ভোটারদের কাছে ক্ষমতাসীন দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে) এবং বিরোধী এআইএডিএমকে উভয়ের বিকল্প হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন।