তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড।
যাত্রাবাড়ী হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন সিআইডির।

- আপডেট সময় : ০৭:২৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫ ৯ বার পড়া হয়েছে
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৪ আগস্ট) সিআইডি বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করে। তিনি জুলাই গণহত্যা মামলারও আসামি। বিষয়টি সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান নিশ্চিত করেছেন।
গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদি সাংবাদিকদের বলেন, “আমি পালাইনি, শুধু ভয় পাচ্ছিলাম। কারণ আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা। এটা ভাড়া বাসা নয়, দাদার বাড়ি। বাবার গ্রেফতারের পর দাদার কবর জিয়ারত করতে এসেছি। আমি পালাবো না, কোরআনের কসম। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন মানুষ তা সবাই জানে।”
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় মোট ২৫ জনকে নামীয় আসামি এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। এ মামলার ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি।
মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া, একই মামলার ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে।