টানা চার মাসের ধারাবাহিকতায় আগস্টেও রিজার্ভের জন্য স্বর্ণ কেনা বন্ধ রেখেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না।
শনিবার (৭ সেপ্টেম্বর) চীনের কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, গত মাস শেষে চীনের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে মজুত স্বর্ণের পরিমাণ ছিল ৭২.৮ মিলিয়ন আউন্স। তবে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়তি থাকায় চীনের কেন্দ্রীয় ব্যাংকের মজুত স্বর্ণের মূল্যমান বেড়েছে।
জুলাই মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত স্বর্ণের মূল্যমান ছিল ১৭৬.৭৬ বিলিয়ন ডলার। আগস্ট মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮২.৯৮ বিলিয়ন ডলারে।
তবে স্বর্ণের বাড়তি দামের মধ্যেও চীনের কেন্দ্রীয় ব্যাংক শিগগিরই স্বর্ণ কেনা শুরু করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।