ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহবাগে সংঘর্ষের জেরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধে রুয়েট শিক্ষার্থীরা বিশ্ব পর্যটন দিবস আজ: ‘পর্যটন শান্তির সোপান’ প্রতিপাদ্যে বাংলাদেশে নানা আয়োজন শাহবাগে পুলিশ-প্রকৌশল শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত সচিবালয় গেটে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি ছোড়া হয় ডাকসু নির্বাচনে প্রচারণা: ব্যানার ও ফেস্টুন সরানোর জন্য অতি জরুরি নির্দেশনা” গাজার হাসপাতাল হামলায় সাংবাদিক নিহত: ইসরায়েল দাবি করেছে তারা লক্ষ্যবস্তু ছিলেন না। ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে: ছাত্রশিবিরের অভিযোগ জুলাই অভ্যুত্থান শুরুর প্রথম শহীদ আবু সাইদ হত্যার মামলা শুরু আজ শাহবাগে অবরোধে প্রকৌশল শিক্ষার্থীরা, সৃষ্টি হয়েছে জটিল যান পরিস্থিতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

বিদেশি নাগরিক আটক

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক

আফরজা হোসেন, নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট সময় : ০৬:১৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেনসহ একজন বিদেশি নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক ব্যক্তির নাম এম এস কারেন পেতুলা স্টাফেল, যিনি গায়ানা দেশের নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া সাড়ে ৮ কেজি কোকেনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (২৪ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তথ্য আসে, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ঢাকায় অবতরণ করবে এবং সেই উড়োজাহাজের এক যাত্রী মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারেন।

পরবর্তী সময়ে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়। দিবাগত রাত আড়াইটার দিকে সংশ্লিষ্ট উড়োজাহাজটি অবতরণের পর সন্দেহভাজন যাত্রীর পরিচয় নিশ্চিত করা হয়। এরপর তাঁর ব্যাগেজ স্ক্যানিং করা হলে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটের ভেতরে কোকেন থাকার বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে কোকেনগুলো জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিট নমুনা পরীক্ষা করে নিশ্চিত করে যে উদ্ধারকৃত মাদকদ্রব্য আসলেই কোকেন।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, আটক কারেন পেতুলা স্টাফেলকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদেশি নাগরিক আটক

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক

আপডেট সময় : ০৬:১৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ কোকেনসহ একজন বিদেশি নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক ব্যক্তির নাম এম এস কারেন পেতুলা স্টাফেল, যিনি গায়ানা দেশের নাগরিক। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া সাড়ে ৮ কেজি কোকেনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (২৪ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তথ্য আসে, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ ঢাকায় অবতরণ করবে এবং সেই উড়োজাহাজের এক যাত্রী মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকতে পারেন।

পরবর্তী সময়ে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়। দিবাগত রাত আড়াইটার দিকে সংশ্লিষ্ট উড়োজাহাজটি অবতরণের পর সন্দেহভাজন যাত্রীর পরিচয় নিশ্চিত করা হয়। এরপর তাঁর ব্যাগেজ স্ক্যানিং করা হলে ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটের ভেতরে কোকেন থাকার বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে কোকেনগুলো জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিট নমুনা পরীক্ষা করে নিশ্চিত করে যে উদ্ধারকৃত মাদকদ্রব্য আসলেই কোকেন।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানায়, আটক কারেন পেতুলা স্টাফেলকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।