সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ করিম-শরীফ বাহিনীর সহযোগী আটক, কোস্ট গার্ডের অভিযান সফল
- আপডেট সময় : ০৭:৪২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে আলমগীর হোসেন সাগর (৪৫) নামে এই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম-শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে বনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৬টায় কোস্ট গার্ডের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ১টি একনালা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি এবং ৬ রাউন্ড ফাঁকা গুলিসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়। অভিযান সফল হওয়ায় স্থানীয় এলাকাবাসী এবং বন সংরক্ষকদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।