ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহবাগে সংঘর্ষের জেরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধে রুয়েট শিক্ষার্থীরা বিশ্ব পর্যটন দিবস আজ: ‘পর্যটন শান্তির সোপান’ প্রতিপাদ্যে বাংলাদেশে নানা আয়োজন শাহবাগে পুলিশ-প্রকৌশল শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত সচিবালয় গেটে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি ছোড়া হয় ডাকসু নির্বাচনে প্রচারণা: ব্যানার ও ফেস্টুন সরানোর জন্য অতি জরুরি নির্দেশনা” গাজার হাসপাতাল হামলায় সাংবাদিক নিহত: ইসরায়েল দাবি করেছে তারা লক্ষ্যবস্তু ছিলেন না। ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে: ছাত্রশিবিরের অভিযোগ জুলাই অভ্যুত্থান শুরুর প্রথম শহীদ আবু সাইদ হত্যার মামলা শুরু আজ শাহবাগে অবরোধে প্রকৌশল শিক্ষার্থীরা, সৃষ্টি হয়েছে জটিল যান পরিস্থিতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

গাজা যুদ্ধের শেষ খুব শিগগিরই”: আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট সময় : ০৭:৫৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পরিণত হওয়া গাজা যুদ্ধ শেষ হতে চলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এই যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি দেখতে পাওয়া যাবে।” আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই মন্তব্যের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে ‘অসহনীয়’ এবং ‘অমানবিক’ আখ্যা দিয়েছেন।

ট্রাম্প বলেন, “আমি মনে করি আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এই যুদ্ধকে এখনই শেষ করতে হবে। কারণ শুধু সংঘর্ষ নয়, এর প্রভাবে দুর্ভিক্ষ, চিকিৎসা সঙ্কট, এবং অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু ঘটে চলেছে। এত প্রাণহানি সহ্য করার মতো নয়। বিশ্ববাসীর উচিত এখন একযোগে একটি স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়া।”

যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি, বাস্তবতা ভিন্ন

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন অতীতেও গাজা যুদ্ধ অবসানের পক্ষে কথা বলেছে। তবে পরবর্তী সময়ে বাস্তব চিত্র ছিল একেবারেই ভিন্ন। বারবার সংঘর্ষ বন্ধের বার্তা দিলেও যুক্তরাষ্ট্র বারবার ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে গেছে। এমনকি চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের সমরাস্ত্র সরবরাহ করা হয়েছে। এছাড়াও, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের চেষ্টাগুলোরও সরাসরি বিরোধিতা করে এসেছে।

গাজায় সাংবাদিকসহ বেসামরিক হতাহতের ঘটনা বেড়েই চলেছে

মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময় এসেছে, যখন ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গাজায় প্রতিনিয়ত বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। সর্বশেষ গাজার নাসের হাসপাতাল চত্বরে চালানো এক হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ছয়জন সাংবাদিক। নিহতদের মধ্যে রয়টার্স এবং আলজাজিরার কর্মরত সাংবাদিকরাও ছিলেন। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যম।

জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে গাজায় চলমান হামলা ও মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা যুদ্ধবিরতি এবং জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য নিরাপদ করিডোর খোলার দাবি জানিয়ে আসছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজা যুদ্ধের শেষ খুব শিগগিরই”: আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প

আপডেট সময় : ০৭:৫৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

মধ্যপ্রাচ্যের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পরিণত হওয়া গাজা যুদ্ধ শেষ হতে চলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এই যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি দেখতে পাওয়া যাবে।” আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই মন্তব্যের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে ‘অসহনীয়’ এবং ‘অমানবিক’ আখ্যা দিয়েছেন।

ট্রাম্প বলেন, “আমি মনে করি আমরা খুব কাছাকাছি চলে এসেছি। এই যুদ্ধকে এখনই শেষ করতে হবে। কারণ শুধু সংঘর্ষ নয়, এর প্রভাবে দুর্ভিক্ষ, চিকিৎসা সঙ্কট, এবং অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু ঘটে চলেছে। এত প্রাণহানি সহ্য করার মতো নয়। বিশ্ববাসীর উচিত এখন একযোগে একটি স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়া।”

যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি, বাস্তবতা ভিন্ন

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন অতীতেও গাজা যুদ্ধ অবসানের পক্ষে কথা বলেছে। তবে পরবর্তী সময়ে বাস্তব চিত্র ছিল একেবারেই ভিন্ন। বারবার সংঘর্ষ বন্ধের বার্তা দিলেও যুক্তরাষ্ট্র বারবার ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে গেছে। এমনকি চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের সমরাস্ত্র সরবরাহ করা হয়েছে। এছাড়াও, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের চেষ্টাগুলোরও সরাসরি বিরোধিতা করে এসেছে।

গাজায় সাংবাদিকসহ বেসামরিক হতাহতের ঘটনা বেড়েই চলেছে

মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময় এসেছে, যখন ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গাজায় প্রতিনিয়ত বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। সর্বশেষ গাজার নাসের হাসপাতাল চত্বরে চালানো এক হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ছয়জন সাংবাদিক। নিহতদের মধ্যে রয়টার্স এবং আলজাজিরার কর্মরত সাংবাদিকরাও ছিলেন। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যম।

জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে গাজায় চলমান হামলা ও মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা যুদ্ধবিরতি এবং জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য নিরাপদ করিডোর খোলার দাবি জানিয়ে আসছে।