ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহবাগে সংঘর্ষের জেরে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধে রুয়েট শিক্ষার্থীরা বিশ্ব পর্যটন দিবস আজ: ‘পর্যটন শান্তির সোপান’ প্রতিপাদ্যে বাংলাদেশে নানা আয়োজন শাহবাগে পুলিশ-প্রকৌশল শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত সচিবালয় গেটে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি ছোড়া হয় ডাকসু নির্বাচনে প্রচারণা: ব্যানার ও ফেস্টুন সরানোর জন্য অতি জরুরি নির্দেশনা” গাজার হাসপাতাল হামলায় সাংবাদিক নিহত: ইসরায়েল দাবি করেছে তারা লক্ষ্যবস্তু ছিলেন না। ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে: ছাত্রশিবিরের অভিযোগ জুলাই অভ্যুত্থান শুরুর প্রথম শহীদ আবু সাইদ হত্যার মামলা শুরু আজ শাহবাগে অবরোধে প্রকৌশল শিক্ষার্থীরা, সৃষ্টি হয়েছে জটিল যান পরিস্থিতি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

ডাকসু নির্বাচন।

ডাকসু নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা, ভোটকেন্দ্রে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট সময় : ০৯:০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হয়েছে। ভোটের দিন নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে।

সকাল সাড়ে ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সভায় প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন প্রচারণা উদ্বোধনকালে এ তথ্য জানান। তিনি প্রার্থীদের সঙ্গে আচরণবিধি এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।

চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন ও রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রব্বানী জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ভোটকেন্দ্রে থাকবে সেনাবাহিনীসহ তিন স্তরের নিরাপত্তা। প্রাথমিকভাবে ৪০ হাজার শিক্ষার্থীর সচেতন অংশগ্রহণেই নির্বাচন সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কেন্দ্র বাড়ানোর দাবি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানায় বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম খান উল্লেখ করেন, ৪০ হাজার ভোটারের জন্য ৮টি কেন্দ্র যথেষ্ট নয়।

নিরাপত্তা ব্যবস্থার বিবরণ:

  • প্রথম স্তর: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টোরিয়াল টিম ও ডিএনসিসির ২০০ সদস্য, যারা ৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
  • দ্বিতীয় স্তর: পুলিশ সদস্যরা মোতায়েন থাকবেন।
  • তৃতীয় স্তর: সেনা সদস্যরা ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে পাঁচ মিনিটের মধ্যে যে কোনো কেন্দ্র পৌঁছাতে সক্ষম হবেন এবং ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের সাত দিন আগে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। ৮ ও ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ক্যাম্পাসে শুধু বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের প্রবেশাধিকার থাকবে।

ডাকসু নির্বাচনের প্রচারণা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডাকসু নির্বাচন।

ডাকসু নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা, ভোটকেন্দ্রে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী

আপডেট সময় : ০৯:০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হয়েছে। ভোটের দিন নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী মোতায়েন থাকবে।

সকাল সাড়ে ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সভায় প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন প্রচারণা উদ্বোধনকালে এ তথ্য জানান। তিনি প্রার্থীদের সঙ্গে আচরণবিধি এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।

চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন ও রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রব্বানী জানান, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ভোটকেন্দ্রে থাকবে সেনাবাহিনীসহ তিন স্তরের নিরাপত্তা। প্রাথমিকভাবে ৪০ হাজার শিক্ষার্থীর সচেতন অংশগ্রহণেই নির্বাচন সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কেন্দ্র বাড়ানোর দাবি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানায় বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম খান উল্লেখ করেন, ৪০ হাজার ভোটারের জন্য ৮টি কেন্দ্র যথেষ্ট নয়।

নিরাপত্তা ব্যবস্থার বিবরণ:

  • প্রথম স্তর: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টোরিয়াল টিম ও ডিএনসিসির ২০০ সদস্য, যারা ৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
  • দ্বিতীয় স্তর: পুলিশ সদস্যরা মোতায়েন থাকবেন।
  • তৃতীয় স্তর: সেনা সদস্যরা ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে পাঁচ মিনিটের মধ্যে যে কোনো কেন্দ্র পৌঁছাতে সক্ষম হবেন এবং ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের সাত দিন আগে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। ৮ ও ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ক্যাম্পাসে শুধু বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের প্রবেশাধিকার থাকবে।

ডাকসু নির্বাচনের প্রচারণা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।